X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে জেএমবির ছয় সদস্যের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:৪৪

সন্ত্রাস দমন আইন মামলায় শেরপুরে জেএমবির ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ জুন) দুপুরে শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম. এ নূর এ রায় দেন।  আদালতে পাঁচ জন আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জেএমবি দণ্ডিতদের মধ্যে শহরের ঢাকলহাটী মহল্লার রাজা মিয়ার ছেলে নাজমুস শাহাদাত রানাকে (২৮)  ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের ৯ ধারায় ৭ বছর ও ৮ ধারায় ৬ মাসসহ সাড়ে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর ৫ আসামি শহরের পর্বশেরীর ফজলুর রহমানের ছেলে মনিরুজ্জামান মানিক ওরফে কাওসার (২৮), নওহাটা মহল্লার মনসুর আলীর ছেলে মারুফ হোসেন রনি (৩১), বাগরাকসা মহল্লার হাজী আতাহার আলীর ছেলে আমির হামজা খলিল (৩২), নালিতাবাড়ীর নাকশী গ্রামের আব্দুল হামিদের ছেলে তানভীর (৩২) ও জামালপুরের রানাগঞ্জ গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে সোয়েবকে (৩৩) একই আইনের ৯ ধারায় ৫ বছর এবং ৮ ধারায় ৬ মাসসহ সাড়ে ৫ বছর করে সশ্রম  কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আমির হামজা খলিল পলাতক রয়েছেন।

আদালতের ভারপ্রাপ্ত পিপি অরুণ কুমার সিংহ রায় জানান, ২০১০ সালের ২২ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার রাজা মিয়ার ছেলে নাজমুস শাহাদাত রানার বাসায় অভিযান চালিয়ে রানা ও তার সহযোগী মনিরুজ্জামান মানিক ওরফে কাওসারকে আটক করে পুলিশ। এসময় বাসায় তল্লাশি চালিয়ে ১৭টি জিহাদি দাওয়াতপত্র ও বেশ কিছু সিডি-ক্যাসেটসহ নিষিদ্ধ সংগঠনের আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরপুর সদর থানার এএসআই সজীব খান বাদী হয়ে নাজমুস শাহাদাত রানা ও কাওসারসহ ৭ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের ৮/৯ ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৪ মার্চ শেরপুর সদর থানার তৎকালীন এসআই মো. নজরুল ইসলাম এজাহারনামীয় ৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে আসামিরা বিভিন্ন পর্যায়ে আদালত থেকে জামিনে বেরিয়ে যায় এবং একপর্যায়ে আবুল কালাম আজাদ নামে এক আসামির মৃত্যু হয়। চলতি বছরের ২৩ মে এ মামলায় ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৮ জুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে উপস্থিত ৫ আসামির জামিন বাতিল এবং অপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়। মামলায় বাদী, তদন্ত  কর্মকর্তাসহ ১৫  জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী