নিয়োগ দেওয়ার ছয় দিনের মাথায় আবারও সিন্ডিকেট সভা ডেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আশফারা খাতুনের নিয়োগ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সম্প্রতি বেরোবি’তে শিক্ষক হিসেবে তার নিয়োগ পাওয়ার পর ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে তার নিয়োগ বাতিল করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিঁয়াজো অফিসে গোপন সিন্ডিকেট সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, ২৩ জুন ঢাকায় আয়োজিত আরেকটি সিন্ডিকেট সভার মাধ্যমে ১১ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল। সিন্ডিকেট সভার আগেই ওই ১১ জনের সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ। ছবিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান ও রেজিস্ট্রার ইবরাহিম কবীরকে দেখা গেছে। ২৮ জুন বাংলা ট্রিবিউনে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর জানাজানি হয়ে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট কমিটির সদস্য সচিব ইবরাহিম কবীরের বলেন, ‘ব্যাপক সমালোচনার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশফারা খাতুনের নিয়োগ বাতিল করা হয়েছে।’
জানা যায়- রংপুরের যে চার জন সিন্ডিকেট সদস্য আছেন, তারা ছাড়াও সিন্ডিকেট সভার সঙ্গে সংশ্লিষ্টদের বিমানে করে ঢাকায় নিয়ে শুক্রবার সিন্ডিকেটের ৫৭ তম সভা দেখিয়ে আশফারা খাতুনের নিয়োগ বাতিল করা হয়।
এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গাজী মাযহারুল আনোয়ার জানান, আশফারা খাতুনের নিয়োগ বাতিল করার বিষয়টি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট কমিটির সদস্য ইবরাহিম কবীরের বলেন, ‘নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় নিয়োগ বাতিল করা হয়েছে।’
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ১১ শিক্ষক নিয়োগের ঘটনায় সম্প্রতি আলোচনা সমালোচনা শুরু হয়। পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য গোপনে ঢাকায় সিন্ডিকেট সভা ডেকে আগে থেকে নির্ধারণ করা ১১ জনকে দু’দিন আগে ঢাকায় ডেকে আনা হয়। এর পর সিন্ডিকেট সভার আগেই সভার ব্যানারের সামনে তাদের দাঁড় করিয়ে ছবি তোলেন উপাচার্য। এসময় তার সঙ্গে সঙ্গে ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান ও রেজিস্ট্রার ইবরাহিম কবীর।
এ সংক্রান্ত আরও খবর: সিন্ডিকেটে অনুমোদনের আগেই বেরোবি উপাচার্যের ফেসবুকে ওরা ১১ জন