X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পরীক্ষার ফি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে হত্যা, প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১৫:০৮আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৫:০৮

পরীক্ষার ফি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে হত্যা, প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনার কলমাকান্দায় পরীক্ষার ফি চাওয়াকে কেন্দ্র করে অভিভাবকের হামলায় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জড়িতদের বিচাররের দাবিতে নেত্রকোনা শহরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে দায়ীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সম্পাদক আজহারুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা। এসময় বক্তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে পৌর শহেরর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দেওয়া হয়। এদিকে কলমাকান্দা উপজেলাও আজ বিক্ষোভ মিছিল ও উপজেলার সকল মাধ্যমিক স্কুলের পরীক্ষা বজর্ন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এসময় তারা দায়ীদের এখনও কেন গ্রেফতার করা হয়নি তা জানতে চান পুলিশ প্রশাসনের কাছে।

নেত্রকোনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনে ওইদিন থেকেই তদন্ত করে দায়ীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। এ ঘটনায় বিভাগীয় ভাবে তদন্ত করার জন্যও সংশ্লিষ্টদের বলা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মারুফের কাছে পরীক্ষর ফি চাওয়াকে কেন্দ্র করে অভিভাবকের হামলার শিকার হন স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। পরবর্তীতে ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন