X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধোবাউড়া উপজেলা থেকে এডিবির ১ কোটি ৭ লাখ টাকা ফেরত

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ০১:৪৬আপডেট : ০৪ জুলাই ২০১৮, ০১:৪৮

ময়মনসিংহ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উন্নয়নের জন্য ২০১৭-১৮ অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র বরাদ্দ ১ কোটি ৭ লাখ টাকা ফেরত যাওয়ার অভিযোগ উঠেছে। ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধার কারণে বরাদ্দ অর্থ ফেরত গেছে বলে সাত ইউপি চেয়ারম্যানের অভিযোগ। আর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দাবি- ইউপি চেয়ারম্যানদের কারণে অর্থ ফেরত গেছে।

বরাদ্দ অর্থ দিয়ে শতাধিক প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ছিল ৩০ জুন। সংসদ সদস্য জুয়েল আরেং উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা ও সাত ইউপি চেয়ারম্যান নিয়ে বৈঠক করেও কোনও সুরাহা করতে পারেননি বলে জানা গেছে।

ইউপি চেয়ারম্যানদের অভিযোগ, প্রকল্প কাজের এডিবির বরাদ্দের ৫০ শতাংশ টাকা দাবি করেছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা।

ধোবাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা মো. শাহীনুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ধোবাউড়া উপজেলার সাত ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র থোক বরাদ্দ ছিল ১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে উপজেলার সাতটি ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামো উন্নয়নে ৮৭ লাখ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অফিসার কোয়ার্টারের সংস্কার মেরামত বাবদ ২০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের অর্থে ৩০ জুনের মধ্যেই কাজ করার কথা ছিল। তবে প্রকল্প বাস্তবায়নের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে সমন্বয় না হওয়ায় বরাদ্দ অর্থের কাজ করানো সম্ভব হয়নি। পুরো অর্থই ফেরত পাঠাতে হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, এই কর্মস্থলে তার আড়াই বছর সময়ে এডিবির অর্থ ফেরতের এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি।

দক্ষিণ মাইজবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক জানান, এডিবির বরাদ্দে তার ইউনিয়নে সড়কের ইটের সলিং, ড্রেনের কাজসহ টিউবওয়েল বসানোর জন্য বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাবনা আকারে উপজেলা প্রকৌশল কার্যালয়ে আরও ৬ মাস আগে জমা দেওয়া হয়েছিল। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান মজনু মৃধার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়। এডিবির ৫০ শতাংশ কাজ উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা নিজ পছন্দ মতো প্রকল্প দেওয়ায় এনিয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। এরফলে অর্থবছর শেষ হয়ে গেলেও বরাদ্দের এডিবির কাজ করা সম্ভব হয়নি।

গামারীতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সমস্যা সমাধানে স্থানীয় এমপি জুয়েল আরেং সবাইকে নিয়ে একাধিকবার বৈঠকে বসেছেন। শুধু উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধার খামখেয়ালি আর এডিবির অর্থ মেরে দেওয়ার মানসিকতার কারণে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অর্থ ফেরত চলে গেছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের সঙ্গে ৫ বার সভা করেও কোনও সুরাহা করা যায়নি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়হীনতায় এডিবির অর্থ ফেরত গেছে।’

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহদী হাসান বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যসচিব উপজেলা প্রকৌশলী। এই কমিটির মাধ্যমেই এডিবির বরাদ্দ অর্থ দিয়ে কাজ করার কথা ছিল। কিন্তু, এই কমিটি আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাঝে সমন্বয়হীনতার কারণেই প্রকল্পের কাজ করা সম্ভব হয়নি। তবে, সমস্যা সমাধানে স্থানীয় এমপি জুয়েল আরেং হস্তক্ষেপ করেও কোন কাজ হয়নি।’

ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, এডিবির অর্থ ফেরত যাওয়ায় ধোবাউড়ার সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এবারই প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের মাঝে ভাগ-বাটোয়ারার সমঝোতা না হওয়ায় এডিবির অর্থ ফেরত গেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া