X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতীক বরাদ্দের অপেক্ষা, প্রচারের জন্য প্রস্তুত মেয়র পদপ্রার্থীরা

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
০৯ জুলাই ২০১৮, ১০:৪১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২০:২৩

লিটনের ছাপানো পোস্টার রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রার্থীদের এখনও প্রতীক বরাদ্দ করা হয়নি। তবে মেয়র প্রার্থীরা যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন করবেন তাই তারা পোস্টার, হ্যান্ডবিল ছাপানো শুরু করেছেন। বৃষ্টির কথা মাথায় রেখে আওয়ামী লীগ-বিএনপি’র মেয়র পদপ্রার্থীরা পোস্টার লেমিনেটিং করছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা ফরম অনুযায়ী, খায়রুজ্জামান লিটন নগরীর নিউমার্কেট গৌরহাঙ্গা এলাকার বিকল্প অফসেট প্রেসে দেড় লাখ পোস্টার, এক লাখ লিফলেট এবং ১৫ লাখ হ্যান্ডবিল নৌকা প্রতীক ছাপাচ্ছেন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষের প্রতীকে ছাপাচ্ছেন ৬০ হাজার পোস্টার, এক লাখ লিফলেট এবং ৩ লাখ হ্যান্ডবিল ছাপাবেন নগর ভবন সংলগ্ন গৌরহাঙ্গা এলাকার প্রভাত প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন। ছাপার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে এখনও কোনও প্রার্থী পোস্টার টানায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘আইনে স্পষ্ট বলা আছে প্রতীক বরাদ্দের আগে কোনও ধরনের প্রচার-প্রচারণা করা যাবে না। কাজেই প্রতীক বরাদ্দের আগে কোনও প্রার্থী প্রচারপত্র প্রকাশ করতে পারবেন না। তবে রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক নির্দিষ্ট থাকে। তাই দলের একক প্রার্থী থাকলে সে ছাপাখানায় ছাপিয়ে প্রতীক বরাদ্দ ঘোষণার পরপরই টানাতে পারবেন। এর আগে কেউ প্রচার করতে পারবে না। আর স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। তাই তাদের প্রতীক বরাদ্দের দিন নিতে হবে।’

বুলবুলের পোস্টার ছাপানো চলছে তিনি আরও বলেন, ‘তফসিল অনুযায়ী রাসিক নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ৯ জুলাই। ১০ জুলাই সকাল ১০টা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে শুরু হবে প্রার্থীদের প্রচারণা। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩০ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংরক্ষিত আসনে ১০টি ওয়ার্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রচারণার সময় দায়িত্ব পালন করবে।’

এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মুরাদ মোরশেদ বলেন, ‘অনেক আগে থেকে দলীয় প্রতীক পাওয়া রাজনৈতিক দলের প্রার্থীরা পোস্টার ছাপানোর কাজ শুরু করেছেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক না পাওয়ায় পোস্টার ছাপাতে পারছি না। এক্ষেত্রে তারা এগিয়ে থাকছেন। আর আমি পিছিয়ে থাকছি। কারণ প্রতীক বরাদ্দ পাওয়ার পর আমাকে পোস্টার ছাপিয়ে তারপর প্রচার করতে হবে। আইনের অস্পষ্টতার কারণে তারা সুযোগ নিচ্ছেন। এটি নিঃসন্দেহে বৈষম্য। এতে নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড ব্যাহত হবে।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘আগে থেকেই এবার প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনি আচরণ মেনে যতটা পোস্টার ছাপাতে পারবো তার প্রস্তুতি আমরা নিয়েছি। ১০ জুন প্রতীক বরাদ্দের পর প্রচারপত্র রাজশাহীবাসীর কাছে পৌঁছে যাবে। প্রচারে কোনও ঘাটতি রাখা হবে না।’

প্রতীক বরাদ্দের অপেক্ষা, প্রচারের জন্য প্রস্তুত মেয়র পদপ্রার্থীরা

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মতো কোনও কর্মকাণ্ড বিএনপি প্রার্থী বুলবুল করেননি। বিধি মেনেই প্রচারপত্র ছাপানো ও প্রচার চালাবেন তারা।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাজশাহীর আঞ্চলিক সমম্বয়কারী সুব্রত পাল বলেন, নির্বাচনি প্রচার-প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা উচিত। এজন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, প্রতীক নির্দিষ্ট এমন প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা। যাতে করে অন্য প্রার্থীরা বৈষম্যের শিকার না হয়। কারণ প্রার্থীরা আচরণবিধি মেনে চললে ভোটারদের মধ্যে ভোট উৎসবের আবহ তৈরি হবে। যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবে। সব প্রার্থী প্রচারণায় সমান সুযোগ না পেলে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। এজন্য যা গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হতে পারে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা