X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আ.লীগ-বিএনপির

রাজশাহী প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ২১:০৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ২১:১৫

রাজশাহী সিটির একটি এলাকা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। আওয়ামী লীগের অভিযোগ, তাদের নামে বিএনপি মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা অপপ্রচার চালাচ্ছেন। আর বিএনপির অভিযোগ, প্রচারণার শান্তিপূর্ণ পরিবেশ বিশৃঙ্খল করছেন আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের অভিযোগ, ‘আমার নামে অপপ্রচারে নেমেছেন বিএনপি মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা। তারা কিছু মিথ্যা অভিযোগও করছে। এর মধ্যে অন্যতম হলো পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে নষ্ট করার অভিযোগ, যা সম্পূর্ণ মিথ্যাল।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বড় ও সুসংগঠিত দল। নির্বাচন নিয়ে সব পরিকল্পনা ও প্রস্তুতি আমাদের আগে থেকেই ছিল। তাই প্রচার শুরুর সঙ্গে সঙ্গে নগরজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙাতে দলের নেতাকর্মীরা নেমে পড়েন। সেজন্য সব এলাকায় আমার পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।’

লিটন বলেন, ‘নগরীতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর অনেক জায়গা রয়েছে, সেখানে বিএনপির প্রার্থী টাঙাতে পারেন। পরিকল্পনার অভাবে বিএনপির প্রার্থী প্রচারে পিছিয়ে পড়েছেন। হার নিশ্চিত জেনে এখন অপপ্রচার শুরু করেছেন। এবার ভোটাররা বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর অভিযোগ, ‘আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা প্রচারণার শান্তিপূর্ণ পরিবেশ বিশৃঙ্খল করছেন। সরকার দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা ১নং ওয়ার্ডসহ অন্য ওয়ার্ডে বিএনপি মেয়রপ্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন  টাঙাতে বাধা দিচ্ছে। কিছু কিছু এলাকায় টাঙানো পোস্টার তারা ছিড়ে নষ্ট করেছে। এ ছাড়া, এখন থেকেই ভোটারদের ধানের শীষে ভোট দিতে তারা নিষেধ করছে। এমনকি, ভোট কেন্দ্রে না যাওয়া জন্য ভোটারদের ভয় দেখাচ্ছে। গেলেও নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী শান্তির শহর। কিন্তু সরকার দলীয় প্রার্থী ও তার দোসরদের জন্য রাজশাহীর পরিবেশ ইতোমধ্যে গরম হতে শুরু করেছে।’

মিজানুর রহমান মিনু বলেন, ‘বিএনপি জনপ্রিয় ও সুশৃঙ্খল দল। দলে মধ্যে কোনও দ্বন্দ্ব বা কোন্দল নেই। বিএনপি নেতারা এখন পূর্বের থেকে অনেক একতাবদ্ধ ও সংগঠিত। সুষ্ঠু নির্বাচন তারা আশা করছেন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী প্রায় ৭০ হাজার ভোটে বিজয়ী হবেন।’ তিনি বলেন, ‘রাজশাহীতে কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও সরকারের নীল-নকশা ও প্রহসনের নির্বাচন রুখে দেবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী