X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডাক্তার ছাড়া হাসপাতাল চালানোর অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ১৯:২৪আপডেট : ১২ জুলাই ২০১৮, ২০:৩১

 ফিরোজা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্ট সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে গড়ে ওঠা ফিরোজা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. উত্তম কুমার সরকার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রায় আড়াই বছর ধরে নিজস্ব ডাক্তার ছাড়াই ফিরোজা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করা হচ্ছে। একাধিকবার জরিমানা ও সতর্ক করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব কোনও ডাক্তারের ব্যবস্থা করেনি। অথচ নিয়ম অনুযায়ী ১০ বেডের হাসপাতালের জন্য তিনজন ডাক্তার (৮ ঘণ্টা অন্তর) থাকার কথা থাকলেও সেখানে একজন ডাক্তারও নেই।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবরিনা শারমিন জানান, ওই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত কোনও ডাক্তার না পাওয়া, প্যাথলজিস্ট না থাকা, অপরিচ্ছন্ন পোস্ট অপারেটিভ রুমসহ জীবনহানি হতে পারে এ ধরনের বিভিন্ন অনিয়ম চোখে পড়ায় তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫৩ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরে হাসপাতালের মালিক ওয়াহিদ রহমান জরিমানার টাকা নগদ পরিশোধ করেন।

তিনি আরও জানান, ‘আগামী সাত দিনের মধ্যে হাসপাতালটির অনিয়মের বিষয়গুলো সমাধান করা না হলে পরবর্তীতে এটি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে মালিককে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালত ডক্টরস ক্লিনিক, আল রাফি ও লাইফকেয়ার হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা করেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা