X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় নিখোঁজ শেলটেকের স্থপতি খুলনায় উদ্ধার

খুলনা প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ২১:৪৪আপডেট : ১২ জুলাই ২০১৮, ২১:৪৮

 


বিএমএ মাহফুজ নবীন রাজধানী ঢাকায় নিখোঁজ হওয়া আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের স্থপতি বিএমএ মাহফুজ নবীনকে (৩৮) বুধবার গভীর রাতে খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। গত রবিবার ঢাকায় কলাবাগানের অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন।

খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন জানান, ‘রাতে গাড়িযোগে নবীনকে আবু নাসের হাসপাতালের কাছে নামিয়ে দেওয়া হয়। গোয়ালখালী এলাকায় পৌঁছে বুঝতে পারেন তিনি খুলনায়। খবর পেয়ে খুলনায় তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার আবু নাসের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) জামিরুল ইসলাম জামি জানান, ‘ঢাকার একটি অপরাধ সিন্ডিকেট চক্র নবীনকে অপহরণ করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নবীন খুলনার খালিশপুরের ছেলে। নিখোঁজ হওয়ার পর ঢাকার ভাষানটেক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী জান্নাতুল এশা। এ ঘটনায় খুলনায় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি চিন্তা করা হচ্ছে।’

ঘটনার শিকার নবীন জানান, ‘তিনি পরিকল্পিত কোনও অপহরণের শিকার হননি। তিনি ঘটনার শিকার। ঢাকার কলাবাগানের অফিসে যাওয়ার উদ্দেশে ভাসানটেকের বাসা থেকে বের হওয়ার পর ব্যাংকের বুথ থেকে ২০ হাজার টাকা তোলেন। পথে হঠাৎ কয়েকজন তাকে মারধর করে গাড়িতে তোলে। তাদের দেওয়া পানি খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। পরে ৯ জুলাই একটি বদ্ধ ঘরে নিজেকে দেখতে পান। যেখানে তার পায়ে শিকল বাঁধা ছিল। বুধবার রাত আড়াইটার দিকে খুলনার আবু নাসের হাসপাতাল এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। পরে তিনি বুঝতে পারেন জায়গাটি খুলনার খালিশপুর। তখন বাসার লোকজনের সঙ্গে তিনি যোগাযোগ করেন।’

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল