X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চৌগাছায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ০৯:১৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৯:২৪

নিহত রতন হোসেনের স্বজনদের আহাজারি যশোরের চৌগাছায় শুক্রবার (১৩ জুলাই) ভোরে রতন হোসেন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়েছে।

পুলিশ লাশ উদ্ধারের পর হাসপাতালে নিহতের স্বজনরা তার লাশ শনাক্ত করেন। নিহতের মা ফরিদা বেগম, বোন আয়েশা, চাচা সোহাগ সাংবাদিকদের জানান, রতন বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে মাগুরা যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার ভোরে খবর পান, হাসপাতালে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ আনা হয়েছে।

তারা জানান, রতন ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি যশোরে চলে আসেন।

তবে চৌগাছা থানার ওসি খন্দকার শামিমউদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে কয়ারপাড়া বাজারের পাশে বুড়োরবিল এলাকায় দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ওইসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং দুই শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ তিনি নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই এই ব্যক্তি মারা গেছেন।’

নিহত রতন যশোরের চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বকরের ছেলে।

আরও পড়ুন- টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না