X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিলেটে নৌকার জয় নিশ্চিত করতে আ.লীগের ‘সেন্টার কমিটি’

তুহিনুল হক তুহিন, সিলেট
১৩ জুলাই ২০১৮, ১৭:৫০আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৮:০১

প্রচার চালাচ্ছেন কামরান সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়ার পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন। তারপরও তার জয় নিশ্চিত করতে এবার ২৭টি ওয়ার্ডের ১৩৪ ভোট কেন্দ্রে ‘সেন্টার কমিটি’ গঠন করেছে আওয়ামী লীগ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমন্বয় এরই মধ্যে অধিকাংশ ওয়ার্ডে এই কমিটি গঠন করা হয়েছে।

২০১৩ সালের সিটি নির্বাচনে কামরান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে প্রায় ৩০ হাজার ভোটে হেরে যান। ওই নির্বাচনে সিলেট আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল না বলেই হেরে যান কামরান। এমনকি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল অধিকাংশ নেতাদের সেন্টারেই তাকে হারতে হয়। সেকথা মাথায় রেখেই এবার সেন্টার কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘরে ঘরে সরকারের উন্নয়ন বার্তা ও নৌকা প্রতীকে ভোট চাইতে সিলেট আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের সেন্টার কমিটি গঠন করা হয়েছে। এতে সমন্বকারী হিসেবে কাজ করবেন দলের শীর্ষ নেতারা। এসব কমিটির পরিধি ওয়ার্ডের জনসংখ্যা বিবেচনায় করা হচ্ছে। কোথাও ১০১, কোথাও ৭১ আবার কোথাও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে ওয়ার্ডে নেতাকর্মীদের পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদের নেতাদেরকে রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে সিলেট আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী। এবার প্রতিটি কেন্দ্রে কর্মদক্ষ দেখেই এজেন্ট নিয়োগ করা হবে। যেখানে অন্যান্য দল তাদের আভ্যন্তরীণ কোন্দলে বেকায়দায় সেখানে অনেকটা স্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। ৩০ জুলাই আমারা নৌকায় পাল উড়াবোই।’

সিলেট সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডের ১৩৪টি কেন্দ্রেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কামরানের জয় চায় দল। এজন্য দলটির নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ২৭  ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিয়ে ৯টি টিম গঠন করা হয়েছে। প্রতি তিনটি ওয়ার্ডে একটি টিম কাজ করবে। ১৩৪টি কেন্দ্র ছাড়া এবারের সিটি নির্বাচনে ভোট কক্ষ রয়েছে ৯২৬টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ ৩৪টি।

মেয়র পদপ্রার্থী কামরান বলেন, ‘এই সিলেটের মানুষ আমাকে কমিশনার থেকে চেয়ারম্যান এরপর দু’বার সিটি মেয়র নির্বাচিত করেন। আমার জীবনের বাকি সময় এই সিলেটের মানুসের জন্য উৎসর্গ করতে চাই। জননেত্রী সিলেট সিটি নির্বাচনে নৌকাকে জয়ী করতে যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে সিলেটে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অত্যন্ত ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করছেন।’

সিলেট সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দর্জিপাড়া সার্ক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সেন্টার কমিটির আহ্বায়ক জাবেদ সিরাজ বলেন, ‘সিলেটে বিএনপির মেয়র থাকার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই মহানগরীর উন্নয়ন হয়েছে। নৌকার জয় নিশ্চিত করতে এবার আমাদের এই ভোট কেন্দ্রে ৭১ সদস্য বিশিষ্ট সেন্টার কমিটি গঠন করা হয়েছে। এই সেন্টার কমিটির মাধ্যমেই আমরা সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া