X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী-এমপি-সচিব

পাবনা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ০৯:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০৯:২৯

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী, এমপি, সচিবরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পাবনা জেলা পুলিশ লাইন্স মাঠ পরিদর্শন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। শুক্রবার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা-৫ সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স এই পরিদর্শণে যান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পাবনার জেলা প্রশাসকও তাদের সঙ্গে ছিলেন।  

আজ শনিবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফার্স্ট কনক্রিট পোয়ারিং (এফসিডি) কাজের উদ্বোধন করবেন। একইসঙ্গে ঈশ্বরদী-ঢালারচর-পাবনা নতুন রেলওয়ে লাইন স্থাপন ও স্টেশনসহ পাবনা জেলার ৪৯টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকালে তিনি পাবনা পুলিশ লাইন্স মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী, এমপি, সচিবরা

প্রধানমন্ত্রীর পাবনা সফরকে সফল করতে সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ, জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘প্রধানমন্ত্রীর পাবনা সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় প্রধানের জনসভা সফল করতে আমরা জেলা, উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় এসে মানুষ যেন কোনও দুর্ভোগে না পড়েন তার জন্য পর্যাপ্ত পানি ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী, এমপি, সচিবরা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘প্রকল্পের গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী বারবার পাবনায় আসছেন। ইতোমধ্যে তিনবার তিনি পাবনা সফর করেছেন। আগামীতে আরও কয়েকবার আসবেন। এর মাধ্যমে নতুন উচ্চতায় আসীন হবে বাংলাদেশ। প্রথম চুল্লির কাজ শুরুর এক বছর পর দ্বিতীয় চুল্লির কাজ উদ্বোধন করার কথা। সেখানে আমরা মাত্র সাত মাস পরই দ্বিতীয় চুল্লির ঢালাই কাজ শুরু করতে যাচ্ছি। তার মানে এই প্রকল্পের যে সময় তার মধ্যেই আমরা কাজ শেষ করতে পারবো।’

জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা শান্তিপূর্ণভাবে শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন- আজ পাবনায় আসছেন শেখ হাসিনা, থাকছে উপহারও

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!