X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গরম আবহাওয়ায় জয়পুরহাটে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

জয়পুরহাট প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৭:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৭:২৩

হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন ডাইরিয়ায় আক্রন্ত রোগীরা জয়পুরহাটে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় একশ রোগী। গত এক সপ্তাহ ধরে হাসপাতালের আট শয্যার ওয়ার্ডে গড়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন প্রায় ৭০ জন রোগী। স্থান সংকুলান না হওয়ায় যাদের চিকিৎসা চলছে ওয়ার্ডের মেঝে ও হাসপাতাল করিডোরে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন ৬০ জনেরও বেশি। শুক্রবার রাত ও শনিবার ভোরের দিকে হঠাৎ করে এই সংখ্যা বেড়ে একশ ছাড়িয়ে যায়। যাদের দ্রুত চিকিৎসা দেওয়ার পর অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফেরছেন। গ্রামের পাশাপাশি জয়পুরহাট পৌর এলাকা থেকেও ডায়রিয়ার অনেক রোগী আসছেন হাসপাতালে চিকিৎসা নিতে। গরম আবহাওয়ার করণে পানিবাহিত এ রোগের প্রকোপ বাড়ছে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে পা ফেলানোর জায়গা নেই। আট শয্যার ওয়ার্ডে রোগীদের মেঝে ও দুই পাশের করিডোরের মেঝেতে শুয়ে আছেন অনেক রোগী। প্রত্যেকের মাথার ওপর স্যালাইন ঝুলতে দেখা গেছে। এ সময় কথা হয় জয়পুরহাট শহরের সবুজনগর মহল্লার ডায়রিয়া রোগী আব্দুস সালামের সঙ্গে। তিনি জানান, প্রচণ্ড গরমের কারণেই তার ডায়রিয়া হয়েছে। শুক্রবার রাতে ভর্তি হলেও ওয়ার্ডের মেঝেতে শুয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত থেকেই স্যালাইন চলছে।

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রাম থেকে পাঁচ বছরের শিশু তাপসকে নিয়ে তার মা শুক্রবার রাতে এসেছেন হাসপাতালে। তাপসকে মুখে স্যালাইন খাওয়ানো হচ্ছে রাত থেকেই। তাপসের বাবা সঞ্জীত কুমার জানান, শুক্রবার সন্ধ্যা থেকে তার ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়।একই এলাকার আজেদা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত চারদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থ্য না হতেই মেয়ে মেহেরুন্নেছা আক্রান্ত হওয়ায় শনিবার তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তা তারা বলতে পারেননি। তবে তাদের ধারণা কয়েকদিন থেকে প্রচণ্ড গরমের কারণেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ লায়লা আরজুমান্দ বানু বলেন,‘তাদের ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র আটটি। অথচ গত সাত দিন থেকে প্রতিদিন গড়ে ৬০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কমাতো দুরের কথা রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তাদের চিকিৎসা দিতে আমরা হিমশিম খাচ্ছি।’

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তুলশী চন্দ্র রায় বলেন,‘গত সাত দিনের তুলনায় শনিবার রোগীর সংখ্যা অনেক বেশি। পুরো ওয়ার্ড জুড়ে রোগীদের চিকিৎসা চলছে। গরম আবহাওয়ার কারণেই অধিকাংশ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া পানির সমস্যা থেকেও এ রোগ ছড়াতে পারে।’

জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘জেলা আধুনিক হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়লেও উপজেলা হাসপাতালগুলোতে এই সংখ্যা স্বাভাবিক রয়েছে। ’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা