X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিলেটে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে: ইসি রফিকুল

সিলেট প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৭:০৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৭:২৮

বক্তব্য রাখছেন ইসি রফিকুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

সিলেটে সার্বিক নির্বাচনি পরিস্থিতি অত্যন্ত সুন্দর বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সিলেট সিটি নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সিটিতে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। সার্বিক নির্বাচনি পরিস্থিতি অত্যন্ত সুন্দর; কোথাও কোনও অনিয়মের আশঙ্কা নেই। প্রার্থীরা নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন। কোথাও কোনও ঝামেলা হচ্ছে না।’

শনিবার (১৪ জুলাই) দুপুরে সিলেট নগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট সিটি নির্বাচনের মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সিলেট সিটি নির্বাচনে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজন হলে অন্য ফোর্সও মোতায়েন করা হবে। আমার বিশ্বাস, যে ফোর্স আমরা মোতায়েন করছি তা প্রয়োজনের চেয়ে বেশিই।’

সিলেট সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের করা হবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কিসের জন্য সেনাবাহিনী? সিলেটবাসী কি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যদি যুদ্ধ ঘোষণা করেন, তবে সেনাবাহিনী ডাকবো।’

মো. রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ আগামী দিনগুলোতেও যাতে অটুট থাকে, সেজন্য নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। প্রার্থীরা যেসব অভিযোগ-অনুযোগ করছেন তাও থাকবে না যদি তারা প্রতিটি কেন্দ্রে এজেন্ট নিয়োগ দেন। এজেন্টরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি, সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।’ 

তিনি বলেন, ‘এতসবের পরও যদি কোনও প্রার্থীর সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকে, তবে আমাদের তা লিখিতভাবে জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যদি কোনও কর্মকর্তা ব্যবস্থা না নেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় অন্যান্যের মাঝে ইসি রফিকুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক নুমেরী জামান। এসময় আরও উপস্থিত ছিলেন– বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, নাগরিক কমিটি মনোনীত বিএনপির বিদ্রোহী মেয়রপ্রার্থী বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র মেয়রপ্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত মেয়রপ্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী এহসানুল হক তাহের এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!