X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে: বুলবুল

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৮:২৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৮:৩৯

গণসংযোগে মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেছেন, ‘ধানের শীষের প্রচারণায় প্রতিনিয়ত বাধা দিচ্ছে আওয়ামী লীগ। এসব নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’

শনিবার (১৪ জুলাই) বিকালে ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন। এদিন সকাল ৮টায় ২৮ নম্বর ওয়ার্ড থেকে তিনি গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে নগরবাসীকে উদ্দেশ করে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে আমাদের সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরকার দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। পুলিশ কোনও মামলা ছাড়াই আমাদের নেতাকর্মীদের আটক করছে; পরে জটিল মামলা দিয়ে তাদের কারাগারে পাঠাচ্ছে। রাতের অন্ধকারে নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে।’

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পুঠিয়া দুর্গাপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাদিম মোস্তাফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, ‘দলীয় প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে সরকার এখন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও ভয় দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত শুরু করেছে। নেতাকর্মীদের মাঠে প্রচারণা চালাতে বাধা দেওয়া হচ্ছে। এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। রাজশাহী শান্তির শহর। কিন্তু সরকার দলীয় মেয়রপ্রার্থীর সমর্থক ও সন্ত্রাসীরা এ শহরে অশান্ত পরিবেশ তৈরি করেছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!