X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরিশাল সদর হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ২৩:১১আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২৩:১৫

বরিশাল জেনারেল হাসপাতাল বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ না থাকায় রোগীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোংরা হয়ে আছে হাসপাতালের ওয়ার্ডগুলোর শৌচাগার। সর্বত্র ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

রোগীর স্বজনদের বাইরে থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘পানিতে বালু ও ময়লা দেখা দেওয়ায় সদর হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। গভীর নলকূপ মেরামত করতে স্বাস্থ্য প্রকৌশল ও গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা এসে দেখে গেছেন। আর প্রাথমিক কাজও শুরু হয়েছে।’

বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, ‘গভীর নলকূপের ফিল্টার নষ্ট হয়ে পানির সঙ্গে বালু উঠছে। পানি সরবরাহ করতে বিকল্প ব্যবস্থা ও গভীর নলকূপ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অন্যদিকে হাসপতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাসপাতালের গাইনি বিভাগের শৌচাগার প্রায় এক মাস ধরে ব্যবহারের অনুপযোগী। মলমূত্র শৌচাগারের মেঝেতে ছড়িয়ে রয়েছে। দুর্গন্ধে এর আশপাশ দিয়েও হাঁটা যায় না। পরনের কাপড় ধরে সাবধানে কেউ জলমগ্ন মেঝে পেরিয়ে শৌচাগারে গিয়ে বের হলে এই ময়লা পানি পায়ে পায়ে ছড়িয়ে পড়ে ওয়ার্ডের ভেতরে রোগজীবাণু ছড়িয়ে দিচ্ছে।

রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে পানির লাইনে বালু ও ময়লা আসছে। ওই পানি খাওয়া তো দূরের কথা ব্যবহারও সম্ভব নয়। পানি না থাকায় ওয়ার্ডের ফ্লোর থেকে শুরু করে টয়লেট পরিষ্কার বন্ধ রয়েছে। দুর্গন্ধে রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরে থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। তবে কবে নাগাদ পানির লাইন সচল হবে তা জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই কষ্ট এড়াতে হাসপাতাল ছেড়ে অনেকে চলেও গেছেন। পানির অভাবে হাসপাতালের মূল ভবনের কক্ষ ও টয়লেট পরিষ্কার রাখাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পানি সরবরাহ স্বাভাবিক না হলে দুর্গন্ধের কারণে রোগীদের হাসপাতাল ত্যাগ করতে হবে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘পানি না থাকার কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। এ কারণে গুরুতর অসুস্থ রোগী ছাড়া ভর্তি করা হচ্ছে না। এ মুহুর্তে হাসপাতালের পূর্ব দিকে ও ডায়েরিয়া ওয়ার্ডের সামনে থাকা চাপকল থেকে ম্যানুয়ালি পানি সরবরাহ করা হচ্ছে। রোগীদের কিছুটা কষ্ট হলেও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না বলে দাবি তার।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা