X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে রড ছাড়াই নির্মিত হচ্ছে স্কুলের বাউন্ডারি দেয়াল

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
১৫ জুলাই ২০১৮, ০৪:০২আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৪:০০

রড ছাড়াই নির্মিত হয়েছে বাউন্ডারি দেয়াল হবিগঞ্জ জেলার চুনারুঘাটে রড ছাড়াই একটি স্কুলের বাউন্ডারি দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার মুছিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য এডিপি প্রকল্পের অধীনে ৯ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে দেয়াল নির্মাণের ঠিকাদারি পায় কেবি কনস্ট্রাকশনের মালিক মো. রিপন আহমেদ। কিন্তু অভিযোগ রয়েছে,শর্ত ভঙ্গ করে রড ছাড়াই দেয়াল নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত বুধবার স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সফিউল আলম তালুকদার এ বিষয়ে উপাজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

শুক্রবার (১৩ জুলাই) বিকালে উপজেলা চেয়ারম্যান আবু তাহের ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালসহ প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সবার উপস্থিতিতে স্কুলের দেয়াল ভাঙা হলে রডের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক দেয়াল নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলী জানান, এই দেয়ালের নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান কেবি কনস্ট্রাকশনের রিপন আহমেদকে। দেয়াল নির্মাণে ইট, বালু, সিমেন্ট ও রড ব্যবহারের কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের বালু ও সিমেন্ট ব্যবহার করেছে। এছাড়া, রডের কোনও ব্যবহারই করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।  

ঠিকাদার প্রতিষ্ঠান কেবি কন্ট্রাকশন মো. রিপন আহমেদ দাবি করেন, দেয়ালে কোনও ধরনের বাঁশের ব্যবহার করা হয়নি। কর্মচারীরা কাজের ক্ষেত্রে কিছুটা অনিয়ম করতে পারে বলেও স্বীকার করেন তিনি।

অভিযোগ তদন্ত করেন উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল চুনারুঘাট উপজেলা এলজিইডি’র কর্মকর্তা মীর আলী শাকের বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন, ‘তদন্ত করে নির্মাণ কাজে অনিয়মের বিষয়টি দেখেছি, ঘটনা সত্য। পুনরায় কাজটি অন্য ঠিকাদারকে দেওয়া হবে। আর এই ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তার লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের জানান, কাজের অনিয়মের বিষয়টি ধরা পড়ার কারণে কাজ বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘অনিয়ম করলে কোনও ঠিকাদার রেহাই পাবে না।’

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া