X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিজ বাড়ির পানির ট্যাংকে মা-মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০১৮, ১৪:২৯আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:১০

নিহত মা-মেয়ে চট্টগ্রাম নগরীর আমবাগান আটার মিল এলাকার নিজ বাড়ির পানির ট্যাংক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। 

খুলশী খানার ওসি নাছির উদ্দিন এ তথ্য জানিয়েছেন। কেউ হত্যা করে মরদেহ পানির ট্যাংকে ফেলে দিতে পারে বলে তিনি জানান। 

নিহতরা হলেন, মনোয়ারা বেগম (৯৫) ও তার মেয়ে মেহেরুন্নেসা বেগম (৬৭)। তাদের বাড়ি চাঁদপুর থানার মতলব থানার নাইয়ের গাঁও গ্রামে। তারা দীর্ঘদিন ধরে আটার মিল এলাকায় বসবাস করছেন। 

এই বাড়ির পানির ট্যাংক থেকেই লাশ উদ্ধার করা হয়েছে ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি পানির রিজার্ভ ট্যাংকের মধ্যে দেখতে পাই। লাশ দু’টি উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাদের হত্যা করে ট্যাংকে ফেলে দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখছি।

তিনি আরও বলেন, যে ভবনের পানির ট্যাংকে তাদের লাশ পাওয়া গেছে সেটি তাদের নিজেদেরই বাসা। পাঁচতলা বিশিষ্ট ওই ভবনের নিচতলার কাজ শেষ হওয়ার পর তারা সেখানে থাকতেন। তবে পরিবারের কোনও পুরুষ সদস্য ঘটনার দিন বাসায় ছিলেন না।

চট্টগ্রামে নিজ বাড়ির পানির ট্যাংকে মা-মেয়ের লাশ নিহত মনোয়ারা বেগমের নাতি মুশফিকুর রহমান ব্যাপ্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাদি ও আমার ফুফু দীর্ঘদিন এই বাসায় থাকেন। দাদি অসুস্থ শুনে আমি আজ বাসায় তাকে দেখতে যাই। কিন্তু বাসার দরজা বন্ধ পাই। তারপর আশপাশের লোকজনের কাছে খোঁজখবর নিয়ে তাদের কোনও খবর না পেয়ে দরজা ভেঙে বাসায় প্রবেশ করলে কাপড় চোপড় অগোছালো দেখতে পাই। এরপর বাসার চারপাশে খুঁজে দেখতে গিয়ে নিচতলার পানির ট্যাংকে তাদের মরদেহ দেখতে পাই।’

প্রতিবেশীরা জানিয়েছেন, মেজেরুন্নেসা বেগম বিয়ে করেননি। তিনি রুপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর নেন।
অন্যদিকে মনোয়ারা বেগমের চার ছেলে ও পাঁচ মেয়ে। বড় দুই ছেলে মারা গেছে। অপর দুই ছেলের একজন আমেরিকা ও অন্যজন ঢাকায় থাকেন। মেয়েদের মধ্যে বড় মেয়ে ময়মনসিংহ, মেঝো মেয়ে চট্টগ্রামের ফৌজদারহাট, সেজো মেয়ে মেহেরুন্নেসা ও চতুর্থ মেয়ে আমেরিকায় এবং পঞ্চম মেয়ে আয়ারল্যাণ্ডে থাকে।
মনোয়ারা বেগমের আরেক নাতি বেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ শনিবার সকালে আমার মা নানিকে দেখতে এসেছেন। দুপুরে খাবার খেয়ে তারপর তিনি বাসায় যান। রবিবার সকালে মামা আমেরিকা থেকে বারবার কল করার পরও মোবাইল রিসিভ না করায় বাসায় আমাদের কল দিলে আমরা সকাল ১০টায় বাসায় এসে দরজা বন্ধ পাই। পরে দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করলে কাপড়-চোপড় অগোচালো দেখতে পাই। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রির্জাভারে লাশ দেখতে পায়।’
বেলাল উদ্দিন আরও বলেন, ‘জায়গা নিয়ে বিরোধ ছিল জানিয়ে খালা (মেহেরুন্নেসা) আমাকে জায়গাটা বিক্রি করে দিতে বলেছিল। কিন্তু তার কাদের সঙ্গে বিরোধ ছিল সেটি খালা আমাকে বলেননি।’ 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!