X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের একটি নির্মাণাধীন গেট ধসে ৭ শ্রমিক আহত

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১৫:৫৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৯:৪০

কেন্দীয় কারাগারের সামনে ধসে পড়া নির্মাণাধী গেট

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে একটি নির্মাণাধীন গেট ধসে ৭ শ্রমিক আহত হয়েছে। রবিবার (১৫ জুলাই) সকালে শ্রমিকরা দেওয়াল নির্মাণের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে মাঈন উদ্দিন, মো. ফারুক, মো. হারুন, মো. সোহরাব হোসেন, মো. হাবিবুল, মো. রবিউল ও মো. রাজা মিয়া।

দ্বায়িত্বরত কারারক্ষীদের কাছ থেকে জানা যায়, মমতাজ ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার রানি আহমেদ ২/৩ মাসে আগে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের সামনের গেটটি নির্মাণের কাজ শুরু করে। গত বৃহস্পতিবার তিনি ওই গেটের ছাদ ঢালাই দেন। রবিবার সকালে ওই গেটের উপর দুইটি ভীম নির্মাণের কাজ শুরু করেন শ্রমিকরা। কাজ করার সময় হঠাৎ গেটের ছাদটি বিকট শব্দ করে নীচে ধসে পড়ে। এসময় ছাদের উপড়ে ও নীচে থাকা সাত শ্রমিক গুরুতর আহত হয়। খবর পেয়ে কারারক্ষী ও আশেপাশের লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কেন্দীয় কারাগারের সামনে ধসে পড়া নির্মাণাধী গেটের ছাদ

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঢাকা-৪ জোনের একদল কর্মী ঘটনাস্থলে এসে ধসে যাওয়া ছাদের নীচে আরো শ্রমিক চাপা পড়েছে কিনা তা খুঁজে বের করার জন্য ছাদটি ভেঙ্গে ফেলার কাজ করছেন।

ফায়ার সার্ভিস ঢাকা-৪ জোনের উপসহকারী পরিচালক মানিককুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছাদের নীচে আর  কোনও শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখছি। এ কারণে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

গণপুর্তমন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ চৌধুরী জানান,ঠিকাদার রানি আহমেদকে আজকে ওই গেটে কাজ করার জন্য কোনও ধরনের অনুমতি দেওয়া হয়নি। সে নিজে নিজেই এই কাজটি করেছে। তাই এর সব দ্বায়িত্ব তার উপরেই বর্তাবে।

এদিকে ঠিকাদার রনি আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমির হোসেন নামে এক শ্রমিক জানান, ইব্রাহিম নামে এক শ্রমিক সরদার তাদের ১৫ জন শ্রমিককে রাজধানী ঢাকা থেকে কাজ করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে। ইব্রাহিম হচ্ছে ঠিকাদার রনি আহমেদের লোক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,কেন্দ্রীয় কারাগারের সামনে একটি গুরুত্বপুর্ন জায়গায় এই গেটটি নির্মাণ করা হচ্ছে। গেটটির নির্মাণ কাজ খুব নিম্নমানের হওয়ায় তা ভেঙে পড়েছে। তদন্ত সাপেক্ষে তারা ব্যক্তিদের শাস্তির দাবি জানান। অপরদিকে আইজি প্রিজন ব্রিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ দুপুর ২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলমের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তেঘরিয়া ইউরিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো.জজ মিয়া এ ধরনের গুরুত্বপুর্ন জায়গায় নিম্নমানের কাজের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল