X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বরিশালে আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১১:৩৩আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৩:৩৩

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। রবিবার (১৫ জুলাই) পর্যন্ত মোট ১০টি অভিযোগ দিয়েছে দল দুইটি।  

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযোগের মধ্যে বেশিরভাগই আচরণবিধি লঙ্ঘনের। অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে বলা হয়েছে। সত্যতা যাচাইয়ের পর নির্বাচনি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি জায়গায় নির্বাচনি ক্যাম্প ও অফিস বসানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।’

সহকারী রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খান বলেন, ‘নির্বাচনি আচরণবিধি তদারকি করতে বরিশাল জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে আইনি সহায়তা দিতে ৩০ জুলাই নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা রিটার্নিং কর্মকর্তার অধীনে থাকবেন।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বিগত দিনের নির্বাচনে এই সিটি থেকে বিএনপি যখন নির্বাচিত হয়েছে, তখনও কিন্তু আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। তখনও তারা নির্বাচনের মাঠে এখনকার মতো একইভাবে নানান কথা বলেছে, অভিযোগ তুলেছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর কথা পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনে জয়ী হওয়ার কথাই তারা বলেছে।’

তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীর স্ত্রী প্রচার-প্রচারণায় নেমে আমাদের কর্মী-সমর্থকদের হুমকি দিয়েছেন। এছাড়া আরও কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আর তারা যে বাধা-বিপত্তির কথা বলছে, একটা ঘটনা প্রমাণ করুক।’

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আবাস চৌধুরী দুলাল বলেন, ‘মিথ্য অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সব আইন-কানুন মেনেই নির্বাচনি প্রচার চালাচ্ছি। উল্টো বিএনপির প্রার্থী প্রতিদিনই আইন অমান্য করে  সদর রোডসহ বিভিন্ন  স্থানে মিছিল বের করে। তারা বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলছে।’

বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। অথচ আমরা দেখছি সরকারি দল আইন মানছে না। তারা আইন ভঙ্গ করে মিছিল করছে, কিন্তু আমরা করতে গেলে প্রশাসন তাতে বাধা দিচ্ছে। আমাদের নেতা-কর্মীদের  হুমকি দেওয়া হচ্ছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন হোক।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনহেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া