X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন বয়কট করবে না: বুলবুল

রাজশাহী প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২০:২৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:৪৩

বিএনপি নির্বাচন বয়কট করবে না: বুলবুল নেতাকর্মীদের ওপর যতই বাধা ও নির্যাতন আসুক না কেন বিএনপি নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘বিএনপি আগে থেকেই একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত দল। বর্তমানে আরও সুসংগঠিত হয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিএনপির অবস্থা আরও ভালো হচ্ছে। বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

সোমবার (১৬ জুলাই) দিনভর নগরীর ১০, ১১, ১৩, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীরা। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বুলবুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা ও গ্রেফতার করছে। সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি সেন্টার ভাঙচুর করছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছেড়া অব্যাহত রয়েছে। এতে আওয়ামী লীগের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটাররা ভয় পাচ্ছিলেন। কিন্তু বিএনপির গণজোয়ার ও গণমিছিল দেখে জনগণের মধ্যে আরও সাহস সঞ্চার হয়েছে। তারা এখন আওয়ামী লীগকে ভয় পায় না।’ বিএনপি নির্বাচন বয়কট করবে না: বুলবুল

কালো টাকা ছড়িয়েও কোনও লাভ হবে না বলে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘খায়রুজ্জামান লিটনের আমলে রাজশাহী সিটিতে কোনও ধরনের উন্নয়ন হয়নি। সাবেক মেয়র ও সাংসদ মিজানুর রহমান মিনুর আমলে পাসকৃত প্রকল্প তিনি (লিটন) শুধু বাস্তবায়ন করেছেন। সিটিকে সাজানোর জন্য নতুন কোনও ধারণা তার মাথায় ছিল না, এখনও নেই।’

বুলবুলের সঙ্গে গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিএনপি ভোটের মাঠ ছাড়বে না। ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে রক্ত দিয়ে হলেও বিএনপির নেতাকর্মীরা জনগণের ভোট রক্ষা করবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিএনপির ঘাঁটি। এখানে ভোট চুরি বা ডাকাতি করতে আসলে রাজশাহীর মানুষ মেনে নেবে না।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?