X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানো হবে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১১:৪১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১১:৪৭

আসাদুজ্জামান নূর (ফাইল ছবি) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলায় ৫০ হাজার গাছ লাগানো হবে।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ এক সময় গাছ লাগানোর প্রয়োজনীয়তা হারে হারে টের পেয়েছেন। এ অঞ্চলে অনেক খরা হতো, মানুষ তাকিয়ে থাকতেন বৃষ্টির জন্য। খরার মূল কারণ গাছ কাটা, যে হারে গাছ কাটা হতো সেহারে গাছ লাগানো হতো না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলসহ গোটা দেশ সবুজ হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সহযোগিতায় মানুষের বাড়িতে বাড়িতে গাছের চারা লাগানো হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অনেক সাফল্য এবং অর্জন আছে। একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের যে উন্নয়ন হয় এটি তারই প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘আমরা গাছকাটা, রাস্তা কাটার রাজনীতি করি না। যারা গাছকাটা, রাস্তা কাটার রাজনীতি করে দেশের উন্নয়ন বন্ধ করতে চায় তারা আমাদের বন্ধু নয়। তারা দেশের মানুষের শত্রু। একটি গণতান্ত্রিক দেশের রাজনীতিতে কারো না কারোর বিরুদ্ধে আলোচনা-সমালোচনা হতে পারে। কিন্তু গাছ কেটে, রাস্তা কেটে মানুষের চলাচল বন্ধ করা, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এটা কোন ধরণের রাজনীতি?’ দেশের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে এমন রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কাশেম আযাদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, রংপুর বিভাগের সামাজিক বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

আরও পড়ুন- অধ্যক্ষের বাড়ি তৈরিতে স্কুলের নির্মাণ সামগ্রী!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও