X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘মহাসড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৬:১৮আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৬:২১

মহাসড়কের পাশে পশুর হাট (ফাইল ছবি) কোরবানি ঈদকে কেন্দ্র করে মহাসড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে যান চলালের উপযোগী করতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
মঙ্গলবার (১৭ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা সেতুর নির্মাণাধীন অফিসে ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় মতবিনিমিয় সভায় মন্ত্রী এই নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদে যানজট নিরসনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে প্রধান টার্গেট নিয়ে কাজ করা হবে।’ এজন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে একটি টিমওয়ার্ক হয়ে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে ইজিবাইক চলাচল কমেছে , কিন্তু ব্যটারিচালিত রিকশা চলাচল বেড়ে গেছে। এসব ব্যাটারিচালিত রিকশা হাইওয়েতে চলাচল বন্ধ করতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, ‘গত ঈদে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা দুর্বল ছিল। এবার মনিটরিং ব্যাবস্থা জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। এবার ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে পচনশীল দ্রব্য, ওষুধ ও রফতানিমুখী পোষাকবহনকারী ছাড়া ভারী পরিবহন চলাচল বন্ধ থাকবে।’

বিএনপি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য সমাস্যা নিয়ে বিএনপি নেতারা নোংরা রাজনীতি করেছেন। খালেদা জিয়ার চিকিৎসা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ইস্যু সৃষ্টির খুঁজে বের করা গুরুত্ব পেয়েছে।’
জামায়াতের নিবন্ধন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াতের নিবন্ধের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আমারা তো এর কোনও সমাধান করতে পারবো না।’
আগামী নির্বাচন নিয়ে সরকারের ভূমিকা কী এমন প্রশ্নে জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনে যেসব দলের রেজিস্ট্রেশন থাকবে তারা নির্বাচনে অংশ নিবে। যারা অন্যভাবে করবে সেটাও নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। সরকারের এ ব্যাপারে কোনও করণীয় থাকবে না।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ, বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলম, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!