X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ককটেল বিস্ফোরণের জন্য পরস্পরকে দুষছে আ.লীগ-বিএনপি

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৭ জুলাই ২০১৮, ১৭:৪৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৮:০২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করছে। আওয়ামী লীগ বলছে— পরিবেশ অশান্ত করতে বিএনপিই এই হামলা করিয়েছে। আর বিএনপি বলছে এর জন্য আওয়ামী লীগই দায়ী।

মঙ্গলবার (১৭ জুলাই) নগরীর সাগরপাড়ায় বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন গণমাধ্যমকর্মীসহ তিন জন আহত হন। সিটি নির্বাচন নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যখন আইনশৃঙ্খলাবাহিনীর সভা হচ্ছিল, তখনই এই ঘটনা ঘটেছে।

রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, শান্তির শহর রাজশাহীতে এর আগেও অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটেনি। এখানকার রাজনৈতিক নেতাকর্মীরাও অনেক শান্তিপ্রিয়। তবে এবারের নির্বাচনকে ঘিরে প্রচারণা শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনে একের পর এক আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ পড়ে। এরমধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন। যাতে করে রাজশাহীতে অশান্তির পরিবেশ তৈরি না হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘সাগরপাড়া এলাকার আবেদ ও জাবেদ এ ঘটনার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তারা কার ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে— আইনের আশ্রয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তা বের হতে পারে। রাজশাহী সিটি নির্বাচনের পরিবেশ নষ্ট এবং বিএনপির নেতাকর্মীদের ভীতি প্রদর্শন করার জন্য আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। বোমা মেরে বা নির্যাতন করে বিএনপিকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। বিএনপি বীরের দল। তারা জীবনের ভয় পায় না।’ সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জেলা ছাত্রদলের গণসংযোগ উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। কোনও কিছু বুঝে ওঠার পূর্বেই বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য মাটিতে পড়ে যায়। সন্ত্রাসীদের ধরতে গেলে সন্ত্রসীরা পিস্তল উঁচিয়ে পালিয়ে যায়। আওয়ামী লীগ এই সিটি নির্বাচনে নিশ্চিত পারজয় জেনে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।’

বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘বিএনপির জনপ্রিয়তা ও বর্তমান অবস্থা দেখে আওয়ামী লীগ শঙ্কিত হয়ে এই বোমা হামলা শুরু করেছে। পূর্ব থেকেই তাদের এই পরিকল্পনা ছিল।’ বুলবুল আরও বলেন, ‘বোমা কেন অন্য যেকোন হামলা মোকাবিলা করার ক্ষমতা রাখে বিএনপি। আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার না করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে, বাড়িতে প্রতিনিয়ত সন্ত্রাসীরা ও পুলিশ হামলা করছে। নির্বাচনের দিন জোর করে ভোটকেন্দ্র দখল করে সিল মারার স্বপ্ন দেখছে। কিন্তু রাজশাহীবাসী এই সন্ত্রাসী দলের সব সন্ত্রাসীদের প্রতিহত করবে।’  তিনি নির্বাচন কমিশনের কাছে এসব কর্মকাণ্ডের হোতা ও নিদের্শদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তশূলক শাস্তির দাবি জানান।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ‘প্রকৃত ব্যক্তিদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে।’

ককটেল বিস্ফোরণ নিয়ে আওয়ামী লীগের বক্তব্য জানাতে মঙ্গলবার দুপুরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বলা হয়-এ ঘটনার পেছনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ইন্ধন আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বিএনপি। আর এজন্য বিএনপি নিজেরাই তাদের নির্বাচনি পথসভায় বোমা হামলা চালিয়েছে। আর এর দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের ওপর। নির্বাচনের প্রচারণার শুরুর প্রথম দিন থেকেই বিএনপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ করে আসছে। এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এটি তারা সর্বত্রই বলেন। যে কয়েকটি নির্বাচন হয়ে গেল, সবকটি নির্বাচনে তারা একই কথা বলেছে।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সোমবার রাজশাহীতে আসার পর আমরা লক্ষ্য করলাম— দুলু শহরের প্রান্তসীমায় একটি হোটেলে অবস্থান নিয়েছেন। সারাশহরে এরকম একটি খবরও ছড়িয়ে পড়ে। সেখানে একটি মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে বা হবে। এটি জানাজানি হয়ে যাওয়ার কারণে স্থান পরিত্যাগ করে তিনি পর্যটন মোটেলে ওঠেন। এই কালোটাকা নির্বাচনকে প্রভাবিত করার জন্যে এসেছে এবং একহাত থেকে আরেক হাতে গেছে-এ বিষয়ে কোনও সন্দেহ নাই।’

খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পর্যটন মোটেলে থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে এখন মনে হয়— ওইখান থেকেই হয়তো নির্দেশ এসেছে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ও আমাদের ঘাড়ে দোষ চাপাতে একটা ঘটনা ঘটাতে হবে। তারই অংশ হিসেবে আজকে শান্তির্পূণে পরিবেশে ২-৩টা ককটেল বিস্ফোরিত হয়।’ তিনি আরও বলেন, ‘নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি দেখে বিএনপি আতঙ্কিত। তারা মনে করছে, এখানে জয়ী হতে না পারলে সামনে জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। পরাজয় নিশ্চিত জেনে তারা, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমার পরিষ্কার বক্তব্য আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো।’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন বলেন, ‘বিএনপির ঘরে আগুন, আর দ্বন্দ্ব। বিএনপির অন্তর্কলহ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছে তাদের আজকের পথসভায়। বিএনপির মেয়রের অযোগ্যতা ও অদক্ষতার জন্য রাজশাহীর মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরেয়ে নিয়েছেন। রাজশাহীর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাই খায়রুজ্জামান লিটনের পক্ষে এসেছেন। তাই এখন বিএনপি পথ খুঁজছে কীভাবে পালিয়ে যাওয়া যায়। এই কারণে দুলু সাহেবেরা ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বের করার।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘নাটোরের ত্রাস দুলু রাজশাহীতে এসে ভোটের মাঠ উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। সেই নাটোরের সন্ত্রাস এখন রাজশাহীতে পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে।’ তিনি অবিলম্বে দুলুকে গ্রেফতারের দাবি জানান।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, ‘রুহুল কুদ্দুস তালুকদার দুলুর রাজশাহীতে হঠাৎ আগমন। আর এই ধরনের ঘটনা সাধারণত নাটোর অঞ্চলে হয়ে থাকে। শান্তির শহর রাজশাহীতে হয় না। এর আগে তাদের ইন্ধনে বাংলা ভাই রাজশাহীতে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে।’

অভিযোগের ব্যাপারে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। যা ঠিক নয়। প্রকৃত ঘটনা বের করে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য উন্মোচন হবে।’

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আজকের (মঙ্গলবার) এই ঘটনায় খবর পেয়েছি। আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি দেখছে। তবে এ ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। যাতে করে এ ধরনের ঘটনা না ঘটে।’ 

সন্ত্রাসী ও বোমাবাজদের দ্রুত গ্রেফতার করার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান জানান, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তারা মাঠে কাজ শুরু করেছেন। সব ধরনের কৌশল তারা অবলম্বন করছেন। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে, এই ঘটনায় ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বড় বটতলা থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু হয়। গণসংযোগ চলাকালে পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে নৌকা মার্কার সমর্থিত সন্ত্রাসীরা ধানের শীষের নেতাকর্মীদের ওপর অস্ত্র নিয়ে অতর্কিত বোমা হামলা চালায় এবং বিভিন্ন প্রকার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। উক্ত ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, বিএনপি নেতা স্বপন কুমার, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যসহ বিএনপির ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশি অপতৎপরতা, নৌকার সমর্থকদের একের পর এক তাণ্ডবে আমাদের নেতাকর্মী ও সমর্থকরা চরম শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় আমাদের পক্ষে বিদ্যমান ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনও নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনা করা প্রায় অসম্ভব।

উল্লেখ্য, রাজশাহী সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় জেলা ছাত্রদলের আয়োজনে ধানের শীষের গণসংযোগের সময় বোমা হামলা করা হয়েছে। এসময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাভিশন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য ও স্বপন কর্মকার নামে তিনজন আহত হন। আহতের রাজশাহী মেডিক্যাল কলেজ চিকিৎসা দেওয়া হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী