X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চবির ১৮ শিক্ষকের কলেজে ফিরে যাওয়ার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ

চবি প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৮:০১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:০১

শিক্ষা ও গবেষণা ইস্টিটিউট ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ১৮ শিক্ষকের কলেজে ফিরে যাওয়ার ব্যাপারে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত রবিবার (১৫ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং মো. আশরাফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

আইইআরের দুই শিক্ষক এমএ শাহেন শাহ ও ইফতেখার আরিফের পৃথকভাবে করা দুটি রিটের শুনানি শেষে গত ১৫ জুলাই (রবিবার) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ আদেশ দেন। সেই সঙ্গে অফিস আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল ইস্যু করেন আদালত।

এদিকে, হাইকোর্টের স্থগিতাদেশের অফিসিয়াল কপি না আসা পর্যন্ত রিটকারীদের আইনজীবীরা রেজিস্ট্রারের কাছে নোটিশ পাঠালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তা গ্রহণ করেননি।

এ ব্যাপারে রিটকারী শিক্ষক ও আইইআর’র সাবেক পরিচালক এম এ শাহেন শাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গত ১৫ জুলাই হাইকোর্টে রিট করি। আদালত বিষয়টি আমলে নিয়ে এর ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। আদালতের রায়ের কপি না আসা পর্যন্ত আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে চাইলে রেজিস্ট্রার তা গ্রহণ করেননি।’

চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) একেএম নুর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে কি এনেছে, তা আমি জানি না। ওই মুহূর্তে আমি অফিসে ছিলাম না। তবে যদি কেউ কোনও রিট করে তার অফিসিয়াল কপি কোর্ট থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে।’

প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে তিন সদস্যের একটি দল আইইআরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়টি পরিদর্শনে যান। ইউজিসি’র ওই দল পরিদর্শন শেষে গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আইইআর শিক্ষকদের আর্গানোগ্রাম ও নীতিমালাসহ যোগ্যতা নিয়ে তিন দফা সুপারিশ পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় ওই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ওই ১৮ শিক্ষককে আইইআরের শিক্ষক হিসেবে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাদের কলেজে (বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে) ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন ওই ১৮ শিক্ষককে কলেজে ফিরে যেতে নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই ১৮ শিক্ষকের মধ্যে দুই শিক্ষক পৃথকভাবে হাইকোর্টে রিট করেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন