X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভাইকে ফাঁসাতে সন্তানকে হত্যা!

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৭:৫৪আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৮:৫০

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে ফরিদ মিয়া (৪৫)। সোমবার বিকালে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

পুলিশ জানায়, জেলার বাহুবল উপজেলার সুয়াইয়া গ্রামের ফরিদ মিয়ার সঙ্গে তার বড় ভাই শুকুর মিয়ার (৫৫) সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শুকুর মিয়া ও তার ছেলেরা ফরিদ মিয়াকে মারধর করে। ফরিদ মিয়া দুই মেয়ে এক ছেলেকে নিয়ে কোনও রকম সংসার চালিয়ে আসছিল। ক্ষিপ্ত হয়ে একই গ্রামের সম্রাট মিয়ার ছেলে সাজন মিয়াকে (২০) নিয়ে সে তার ভাইকে ফাঁসাতে চক্রান্ত করে। এরপর নিজের ছোট মেয়ে নাইমাকে হত্যার পরিকল্পনা করে।

জবানবন্দিতে ফরিদ মিয়া জানান, ২০১৭ সালের ৯ আগস্ট মেয়ে নাইমা স্কুল থেকে বাড়ি এসে থালাবাসন ধুতে পুকুর ঘাটে যায়। পরে সাজনকে নিয়ে ফরিদ মিয়া পুরাতন একটি মশারি দিয়ে পুকুর ঘাটেই নাইমার মুখ চেপে ধরে পুকুরের কিনারায় ঝোপের নিচে চুবিয়ে হত্যা করে। পরে নাইমার ওপর কচুরিপানা দিয়ে চলে আসে। পরদিন পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনার পরদিন ভাইয়ের পরিবারের ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে ফরিদ। দীর্ঘ ১০ মাস তদন্ত শেষে এই লোমহর্ষক ঘটনা বেরিয়ে আসে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, পুলিশ দীর্ঘ তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়েছে, ভাইকে ফাঁসাতেই ফরিদ মিয়া তার কন্যাকে হত্যা করেছে। এ প্রেক্ষিতে সোমবার বিকালে ফরিদ মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

আরও পড়ুন- ওসমানী মেডিক্যালে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!