X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গৌরনদীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বিঘ্নিত

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৯:০৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:১৩

গৌরনদীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বিঘ্নিত

গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা এলাকার মৃধাবাড়ির কাছে নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়কের বেইলি ব্রিজেটি ধসে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বালু বোঝাই একটি  ট্রাক বেইলি ব্রিজটিতে উঠলে তা ধসে পরে। এর পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

দুর্ঘটনা ঘটার পর থেকে এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনাস্থলের উভয় দিকে ২ শতাধিক যানবাহন আটকা পড়েছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার ১৯টি রুটের লাশ ও রোগীবাহী অ্যাম্বেুলেন্সসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকে দুরপাল্লার বাস ও ট্রাকগুলো রাজৈর- কোটালীপাড়া-পয়সারহাট-গৌরনদী সড়ক হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ঢুকছে। এতে প্রায় ৮০ কিলোমিটার সড়ক অতিরিক্ত ঘুরতে হচ্ছে এবং  দেড়ঘণ্টা সময় বেশি লাগছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, মঙ্গলবার  সকাল ৬টার দিকে বালুবাহী ১০ চাকার ১টি ট্রাক ওই বেইলি ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ট্রাকসহ ভেঙে পড়ে। এরপর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে ট্রাকের বিরুদ্ধে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে দ্রুত ভাঙা ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু করেছে বরিশালের সড়ক বিভাগ।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ  জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লায় একটি পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট নির্মাণ করা হচ্ছে। মহাসড়কে যানবাহন স্বাভাবিক রাখার জন্য গত ১৫ দিন আগে পুরনো কালভার্টের পশ্চিম পাশে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ দেওয়া হয়। কিন্ত মঙ্গলবার সকালে অতিরিক্ত মালবাহী ট্রাকের ভারবহন করতে না পারায় বেইলি ব্রিজটি দেবে ও আংশিক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। এ কাজ শেষ হতে গভীর রাত হয়ে যেতে পারে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খান গোলাম মোস্তফা ঘটনাস্থলে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রাজবাড়ী থেকে বালু বোঝাই করে একটি ট্রাক গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি সকাল ৬টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকা অতিক্রম করার সময় নির্মাণাধীণ কালভার্টের জায়গায় বসানো বিকল্প বেইলি ব্রিজে উঠলে বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকটি আটকে যায়।

মেঘনা পরিবহনের চালক নুর মিয়া এবং বিএনএফ পরিবহনের চালক সাইফুল ইসলাম জানান, ঠিকাদারের গাফলতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করায় এটি ভেঙে পড়েছে।  এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এটা কোনও ভারি যানবাহনের ভার নিতে পারেনি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক