X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ ও পৌরসভার মধ্যে সমন্বয়হীনতায় বন্ধ শেখ রাসেল শিশুপার্কের নির্মাণকাজ

নীলফামারী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০২:২৯আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৬:৫১

 


গত ৮ এপ্রিল শেখ রাসেল শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় নীলফামারীতে শেখ রাসেল শিশুপার্কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। গত ৮ই এপ্রিল, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে সঙ্গে নিয়ে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘শেখ রাসেল পৌর শিশুপার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।














তবে জায়গাটি জেলা পরিষদের হওয়ায় পরের দিন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন শিশুপার্ক স্থাপনের জায়গায় মার্কেট নির্মাণ করা হবে জানিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ বন্ধের নির্দেশ দেন। এরপর জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ তিনজন সদস্য বাদী হয়ে গত ৮ মে, হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শিশুপার্ক নির্মাণকাজে স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘জেলা পরিষদের মালিকাধীন নীলফামারী টাউন মৌজায় ৮২৩ ও ৮২৫ দাগের কিছু জমিতে ইতোপূর্বে শিশুপার্ক নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেখানে সন্ধ্যা হলে ফুচকার দোকান বসে। ৮২৪ দাগে ০.৮৭ শতক জমিতে জেলা পরিষদের আধুনিক শপিংমল নির্মাণ প্রক্রিয়াধীন। সেখান থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে ০.১৭ শতক জমিতে নতুন করে পৌর শিশুপার্ক নির্মাণের কোনও যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না।’ তিনি আরও বলেন, ‘জেলা পরিষদের সঙ্গে কোনও আলোচনা না করেই হুট করে ’শেখ রাসেল পৌর শিশুপার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা পরিষদ সরকারি সম্পদ রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।’

হাইকোর্ট স্থিতাবস্থা জারি করায় শেখ রাসেল শিশুপার্ক নির্মাণকাজ বন্ধ রয়েছে সূত্র জানায়, দেশের ১৯টি গুরুত্বপূর্ণ পৌরসভা শহর ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শেখ রাসেল পার্কটি নির্মিত হচ্ছে। নীলফামারী শহরের শিশুদের বিনোদনের জন্য পার্কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘শহরবাসীর দীর্ঘদিনের দাবি একটি শিশুপার্ক স্থাপনের। সেটি করার উদ্যোগও ছিল। কিন্ত জায়গা সংকুলান ও অর্থ বরাদ্দের অভাবে সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে সংস্কৃতিমন্ত্রী ও এলাকাবাসীর সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই শেখ রাসেল শিশুপার্ক নির্মিত হচ্ছে।’

নির্মাণ কাজ কেন ধীরগতিতে চলছে জবাবে তিনি বলেন, ‘দীর্ঘ জটিলতার পর স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘শেখ রাসেল পৌর শিশুপার্ক’ নামকরণ করে পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। হঠাৎ জেলা পরিষদ চেয়ারম্যান জমিটি তাদের দাবি করে কাজটি বন্ধ করে দেয়।’
নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান ও সচিব মশিউর রহমান বলেন, শিশুপাকর্টি নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৮৬ লাখ টাকা। তারা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বরাদ্দ থেকে পাকর্টি নির্মাণ করা হচ্ছে।

নীলফামারী পুলিশ লাইনস একাডেমির নবম শ্রেণির ছাত্রী তাইয়্যেবা সরকার জানায়, শহরে শিশুদের জন্য নির্দিষ্ট কোনও বিনোদনের ব্যবস্থা নেই। পার্কটি তৈরি হলে তাদের বেড়ে ওঠা আরও আনন্দদায়ক হবে। তাই পার্কটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানায় এ শিক্ষার্থী।
জেলা শহরের নিউ বাবুপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘হাতের কাছে এমন কোনও বিনোদনের জায়গা নেই সেখানে শিশুদের নিয়ে যাব। দূরে কোথাও যাওয়া সম্ভব নয়। দীর্ঘদিন পরে হলেও শিশুপার্ক নির্মাণের কথা শুনে ভালোই লাগছে।’
নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক বলেন ‘শিশুদের সুস্থ বিনোদন ও মেধাবিকাশের জন্য শিশুপার্কের বিকল্প হতে পারে না। পরিত্যক্ত ডোবা ও নর্দমাটি এতদিন মশার ভাগাড় ছিল। সেটা ভরাট করে শিশুদের জন্য পার্ক হবে শুনে ভালো লাগছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু বলেন ‘জেলা পরিষদ এবং পৌরসভা দুটোই সরকারের একই মন্ত্রণালয়ের আওতাভুক্ত। তাই আমি মনে করি নীলফামারী জেলার উন্নয়নে আমাদের এক হয়ে কাজ করা উচিত। শিশুপার্কটি নির্মিত হলে শিশুদের মুক্তচিন্তার বিকাশ ঘটবে। ’
উল্লেখ্য, ২৭০ দিনের (প্রায় নয় মাস) মধ্যে শিশুপার্কটির নির্মাণ কাজ শেষ করতে ডেটস্ বাংলাদেশ ও মোস্তাফিজুর রহমান (এমআর) নামের দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। শিশুপার্কটির নির্মাণ কাজের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোস্তাফিজার বলেন, ‘এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদ কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।’

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!