X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি বাতিলের আল্টিমেটাম

নড়াইল প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১১:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১১:৫০

জাতীয় পার্টি নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়ে জাপার চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শরীফ মুনীর হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। নবগঠিত কমিটি ওই তারিখের (৩১জুলাই) মধ্যে বাতিল করা না হলে গণ পদত্যাগের হুমকি দিয়েছেন নেতারা। এছাড়া জেলা কমিটির বিতর্কিত সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও সাধারণ সম্পাদক মিল্টন মোল্যাসহ পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়কে দলীয় পদ ও দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

লিখিত অভিযোগে জানা গেছে, দুর্নীতিবাজ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সুপারিশে জেলায় বিতর্কিত ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি ও মিল্টন মোল্যাকে সাধারণ সম্পাদক করে গত ৪ জুলাই জেলা জাপা’র কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জেলা, উপজেলা ও পৌরসভার প্রবীণ ও ত্যাগী কোনও নেতা-কর্মীকে রাখা হয়নি। বিতর্কিত ও অপরিচিত লোকদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত ফিরোজ তার অসদাচরন ও নানা অপকর্মের কারণে বিগত নড়াইল পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাত্র ৮৬ ভোট পেয়েছিলেন।

এ কারণে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি বাতিল না করা হলে অন্যথায় গণপদত্যাগ করা হবে জানিয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা কমিটির সাবেক সভাপতি শরীফ মুনীর হোসেন ছাড়াও ওই চিটিতে স্বাক্ষর করেছেন জেলা জাপার সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা জাপার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমান, জেলা জাপার সহ-সভাপতি ও কালিয়া উপজেলা জাপার সভাপতি মেজর (অব.) রুহুল কুদ্দুস, জেলা জাপার সহ-সভাপতি অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, কালিয়া উপজেলা জাপার সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মো. ফসিয়ার রহমান, জেলা যুবসংহতির সভাপতি সৈয়দ শমসের আলীসহ অনেকে।

এ ব্যাপারে জাতীয় পার্টির জেলা সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, ‘পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জেলা জাপার কমিটি গঠিত হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ৪জুলাই কমিটির অনুমোদন দিয়েছেন। কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ কেউ বর্তমান কমিটির সভাপতি-সম্পাদকসহ পার্টির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা সমালোচনা করে বেড়াচ্ছেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা