X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে চার শিশু-কিশোর

হিলি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৮:৩২আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৮:৩২

হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসা চার-শিশু কিশোর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) হাতে আটক  চার শিশু-কিশোরকে দীর্ঘদিন শিশু শোধনাগারে রাখার পর দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় ওই শিশু-কিশোরদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় সীমান্তে বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার মিথেল শেখর উপস্থিত ছিলেন।

দেশে ফেরা শিশু-কিশোররা হলো, নওগাঁ জেলার পত্নিতলা থানার কাশিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমন ইসলাম (১৪), একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাগর হোসেন (১২), দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৩), ঝিনাইদহ জেলার মহেষপুর থানার পান্তাপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে শাহ জামাল (১৮)। তারা সবাই ১৫ থেকে ১৮ মাস শিশু শোধনাগারে আটক ছিল।

ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারের কো অর্ডিনেটর সুরুজ দাশ বাংলা ট্রিবিউনকে জানান, ওই চার শিশু-কিশোর অবৈধভাবে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে যায়। পরে তারা সীমান্তরক্ষী বাহিনীর হাতে হিলি ও মালদাতে আটক হয়। এরমধ্যে একজন দেশে ফেরার সময় আটক হয়। তারা সবাই নেপালে কাজ করতো। সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক শিশুদের আদালতে পাঠানো হলে আদালত বয়স কম হওয়ার কারণে তাদের শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন। এর পর থেকে ওই চার শিশু-কিশোর ১৫ থেকে ২৩ মাস সেখানে আটক ছিল। পরে দু’দেশের মধ্যে চিঠি আদান-প্রদানের পর তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তাদের শিশু শোধনাগারে এখনো বাংলাদেশী ২৪জন শিশু-কিশোর আটক রয়েছেন। দুদেশের মাঝে এ বিষয়ে চিঠি আদান প্রদান চলছে পর্যায়ক্রমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশু-কিশোরগুলিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ওই চার শিশু-কিশোর অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করলে সেদেশের সীমান্ত রক্ষি বাহিনীর হাতে আটক হয়ে ভারতের শিশু শোধনাগারে শিশু-কিশোরগুলো ১৮ থেকে ২৩ মাস ধরে আটক ছিলো। ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশু-কিশোরগুলি মুক্তি পাওয়ায় আজ ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ ওই চার শিশু-কিশোরকে আমাদের নিকট হস্তান্তর করে। পরে কাগজ পত্রের প্রক্রিয়া শেষে শিশু-কিশোরগুলিকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী