X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ২০:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:০২

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে গত রবিবার রাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন।  

অভিযুক্ত আসামিরা হলেন, মন্টু খালাশীর ছেলে চঞ্চল খালাশী (২৪), অভি খালাশীর ছেলে সঞ্জয় খালাশী (২০), জদু মোল্যার ছেলে পান্নু মোল্যা (৪০) এবং দিরাজ উদ্দিনের ছেলে  কুদ্দুস (৪০)। আসামিরা সবাই সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর যে কোনও সময় অভিযুক্ত কুদ্দুস মেয়েটিকে গোপালপুর ঘাট সংলগ্ন ধৈঞ্চা ক্ষেতে ডেকে নিয়ে গেলে পান্নু মোল্যা মেয়েটির মুখ বেঁধে ফেলে। পরে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা চঞ্চল ও সঞ্জয়সহ চার জন মেয়েটিকে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ১টার দিকে তাকে বাড়ির উঠানে ফেলে রেখে যায়।

মামলার আসামিদের বিষয়ে মেয়েটির বাবা বলেন, ‘মেয়ের জবানবন্দি অনুযায়ী অভিযুক্ত চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও নির্দোষ ব্যক্তি হয়রানি স্বীকার হোক সেটা আমি চাই না।’ 

ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে স্বীকার করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, ‘মেয়েটির বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা আসামিদের দ্রুত আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তার বাবা আরও জানান, ‘রবিবার রাতে হঠাৎ করে মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রাত আনুমানিক ১টার দিকে মেয়ের কান্না শুনে বেড় হয়ে তাকে বাড়ির উঠানে পাই। বর্তমানে সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া