X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘বোমা মেরে ভয় দেখিয়ে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া যাবে না’

রাজশাহী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ২৩:৪৪আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২৩:৪৪

প্রচারণায় অন্যান্যের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় (ছবি- প্রতিনিধি)

‘বিএনপি একটি আদর্শবাদী ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। বোমা মেরে ভয় দেখিয়ে এ দলের বিজয় ছিনিয়ে নিতে পারবে না বর্তমান অবৈধ ও ফ্যাসিস্ট সরকার। আওয়ামী লীগ যদি মনে করে, গাজীপুর ও খুলনার মতো ভোট জালিয়াতি করে নিজ দলের প্রার্থীকে জেতাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।’

বুধবার (১৮ জুলাই) রাজশাহী নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে নিজ দলের মেয়রপ্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা গায়েব করে দিয়েছে এবং এই ধারা অব্যাহত রেখেছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে তারা এখন টালবাহানা শুরু করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় জেলে পাঠিয়েছে। অসুস্থ হলেও তাকে চিকিৎসা নিতে দিচ্ছে না এই সরকার। খালেদা জিয়াকে তিলে তিলে জেলের মধ্যে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সরকার। এই সিটি নির্বাচনের পরে কঠোর আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ সরকারের পতন এবং খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনা হবে।’

আন্দোলনে সব নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সরকার গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষের এখন কোনও স্বাধীনতা নেই। প্রতিদিন জনগণকে বিনা বিচারে হত্যা, খুন, গুম ও নির্যাতন করা হচ্ছে। বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিনা মামলায় ও বিনা গ্রেফতারি পরোয়ানাতে পুলিশ গ্রেফতার করছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনি ওয়াদা অমান্য করে কোটি কোটি টাকা খরচ করছে; পোস্টার-ব্যানার-ফেস্টুন দিয়ে শহরের পরিবেশ নষ্ট করেছে। সে নির্বাচিত হলে রাজশাহী নগরবাসীর উন্নয়ন তো দূরের কথা, উল্টো তাদের বিপদে ফেলে দেবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া