X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনি পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে রাবি

রাবি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ০৬:৪৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৬:৪৬

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের হাওয়া লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দলীয় পোস্টার-ব্যানারের ছড়াছড়ি। একাডেমিক ভবন থেকে শুরু করে বিভিন্ন দফতরেও পোস্টার লাগানো হয়েছে। এ নিয়ে আপত্তিও রয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ছাড়া অন্য কোনও প্রার্থীর পোস্টার-ব্যানার চোখে পড়েনি। তার পোস্টার-ব্যানারের পাশাপাশি দুজন কাউন্সিলর প্রার্থীর পোস্টার-ব্যানার দেখা গেছে। রাবির কোষাধ্যক্ষ দফতরের দরজায় লিটনের প্রচারণা

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, প্রশাসন ভবন, সিনেট ভবন, টুকিটাকি চত্বর, মিডিয়া চত্বর, রবীন্দ্র কলা ভবন, ইসমাঈল হোসেন সিরাজী ভবন, মমতাজ উদ্দিন কলা ভবন, কাজলা, প্রথম ও দ্বিতীয় বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকা এবং বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় লিটনের পোস্টার লাগানো হয়েছে। উপাচার্য ও কোষাধ্যক্ষ কার্যালয়েও মেয়র প্রার্থী লিটনের পোস্টার দেখা গেছে।  অন্যদিকে, কাউন্সিলর পদপ্রার্থী মো. আলাউদ্দীন ও শহীদুল ইসলাম পিন্টুর পোস্টার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চেখে পড়েছে।

২০১০ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন  ক্লাস-পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ ও মাইকিং নিষিদ্ধ করলেও নিয়মটির ব্যত্যয় ঘটতে দেখা গেছে। ক্লাস পরীক্ষা- চলাকালেও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এ নিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, ‘বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা কোন নির্বাচনী মাঠ নয়। তবুও আমরা এখানে নিয়মিত সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসের ভেতরে যখন মাইকিং করে ভোট চাওয়া হয় তখন আমাদের ক্লাস-পরীক্ষার অনেক সমস্যা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘যেসব পোস্টার লাগানো হয়েছে সেগুলো এখন নামিয়ে ফেললে খারাপ দেখাবে। তাই নতুন করে পোস্টার লাগানো ও মাইকিং করার বিষয়ে আমি ছাত্রলীগকে নিষেধ করেছি।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান