X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লিটন চাইলেন কালো টাকা প্রতিরোধ, সেনা চান বুলবুল

রাজশাহী প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ০৭:১৮আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৬:২৫

মতবিনিময় সভায় মোসাদ্দেক হোসেন বুলবুল ও এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের পরিবেশকে ‘যুদ্ধ পরিস্থিতি’ বলে আখ্যায়িত করে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন চাইলেন কালো টাকা প্রতিরোধী পদক্ষেপ।

বুধবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় এসব দাবি তোলেন তারা।

তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করার দরকার তার কোনও ত্রুটি থাকবে না বলে জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আজকে রাজশাহীতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নির্বাচনের পরিস্থিতি নয়। এটি যুদ্ধের পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে হয়, তাহলে আগামী দিনে আরও শোচনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। তাই প্রশ্ন চলে আসছে আজকে সেনাবাহিনী প্রয়োজন। কারণ, যারা আমাদের পাহারা দেবে, তারা যদি একজন প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে আমরা কোথায় নিশ্চয়তা পাবো।’

মোসাদ্দেক হোসেন বুলবুল আরও বলেন, ‘যারা পোলিং এজেন্ট বা পোলিং অফিসার অথবা প্রিজাইডিং অফিসার থাকবে তাদের যদি ডিএনএ টেস্ট করে ভোটকেন্দ্রে নিয়োগ দেন, তাহলে তো আমাদের ভোট করে লাভ নেই। তাহলে বলে দিন অমুক প্রার্থীকে বিজয়ী করা হলো আপনাদের দাঁড়ানোর দরকার নেই।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘তারা (বিএনপি) হারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, আর জিতলে নির্বাচন স্বচ্ছ হয়। এটিই তাদের চরিত্র।’

মতবিনিময় সভায় অতিথিরা লিটন বলেন, ‘কালো টাকা কাদের আছে। কালো টাকার মালিকরা কাদের সঙ্গে আছে। কাদের কালো টাকা নিয়ে রাজশাহীতে জ্বালাও পোড়াও করে, মানুষ পুড়িয়ে হত্যা করা হয়। হাজার হাজার কোটি টাকা দিয়ে দেশের রাজনীতিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সরকারের পতন ঘটিয়ে অন্যভাবে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল; মানুষ তা জানে। রাজশাহীর মানুষ এমন বোকা নয় বা মূর্খ নয় যে সেই কালো টাকার মালিকরা এখন কার সঙ্গে আছে সেটি জানে না।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি মোটা অংকের কালো টাকার লেনদেন হয়েছে। সেই কালো টাকা যেন ভোটের মাঠে বা ভোটারদের মাঝে দিতে না পারে—এটি নিশ্চিত করতে হবে।’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। ইতোপূর্বে নির্বাচন কাজে যারা ভালো দায়িত্ব পালন করেছে তাদের বাছাই করে সে সমস্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচন কাজে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে থাকবে ১৪০০ পুলিশ, ১৯৩২ জন আনসার, ৪৫০ জন র‌্যাব, ৪৫০ জন বিজিবি ও ৪০ জন ম্যাজিস্ট্রেট। আর সাধারণ কেন্দ্রে ২২ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারে, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘অতীতের নির্বাচন সংস্কৃতি ও রাজনীতির সংস্কৃতি আমরা যা দেখে এসেছি, তা আপনারা মিথ্যা বা ভুল বলে প্রমাণ করেছেন। যেটি আমাদের কারোরই কাম্য নয়। আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন। যাতে সবাই অংশ নিতে পারে। প্রতিটি ভোটার তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে আমরা সেটাই চাই।’ তিনি বলেন, ‘আমরা শুনতে পাই— ভোটের পূর্ব রাতে কেন্দ্র দখল করে সিল মারার যে ঘটনাগুলো। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি অনেক কঠোরভাবে নির্দেশনা দিয়েছি, একটি কেন্দ্রেও যেন এ ধরনের ঘটনা না ঘটে। খুলনা ও গাজীপুরে একটি কেন্দ্রেও এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমাদের দৃঢ়বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও কোন ধরনের কোনও অনিয়ম হবে না।’

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহীর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!