X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিশু অপহরণ করে বিক্রির চেষ্টা, নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০১৮, ০৮:৪৭আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৮:৪৮

উদ্ধারের পর বাবা মায়ের কোলে শিশু সোহান তিন বছর বয়সী এক শিশুকে অপহরণ করে বিক্রির সময় রাবেয়া বসরী (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে র‍্যাব  সদস্যরা তাকে গ্রেফতার করে। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
















গ্রেফতার রাবেয়া বসরী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা বাজার এলাকার বাসিন্দা মো. রুবেলের স্ত্রী।

অপহরণকারী রাবেয়া মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৫ জুলাই নগরীর সিডিএ এলাকায় বসবাসরত শহীদুল ইসলাম সুমন নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে, তার ছেলে মো.সাইমুন ইসলাম সোহানকে (৩)অপহরণ করা হয়েছে। পরে র‍্যাব সদস্যরা গোয়েন্দা তৎপরতা চালালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অপরহণকারীরা সোহানকে এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে হস্তান্তর করার চেষ্টা চালাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র‍্যাবের একটি আভিযানিক দল নগরীর সিডিএ মার্কেট এলাকায় অবস্থান নেয়। পরে দুপুর দেড়টার দিকে এক মহিলাকে একটি বাচ্চাসহ ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। কিছুক্ষণ পর ওই মহিলা বাচ্চাটিকে অন্য আরেকজন মহিলার কাছে হস্তান্তর করার সময় র‍্যাব সদস্যরা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আসামি রাবেয়াকে গ্রেফতার করে ও অপহৃত শিশুটিকে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে আসামি। ভিকটিম সোহানকে এতিম হিসেবে পরিচয় দিয়ে নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করে দেয়। দুপুরে শামীমা আক্তারের কাছে শিশুটিকে হস্তান্তর করতে সে সিডিএ এলাকায় আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’




/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ