X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ০৯:২০আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৯:২২





বরিশাল বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৮ জুলাই) বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুলাদীর চর সাহেব রামপুর এলাকার আ. জলিল সরদারের ছেলে আলমগীর সরদার, মোতাহার কাজীর ছেলে লিটন কাজী, আ. মান্নান হাওলাদারের ছেলে কালাম হাওলাদার ও রফিজ উদ্দিন সরদারের ছেলে রিপন সরদার। রায় ঘোষণার সময় আসামি কালাম হাওলাদার অনুপস্থিত ছিলেন। বাকি তিন জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বরাত দিয়ে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, তিন সন্তান ও স্ত্রীর কথা গোপন রেখে ২০১০ সালের ২২ জুলাই আসামি আলমগীর সরদার চট্টগ্রামের মেয়ে ও গার্মেন্টস শ্রমিক শাহানাজকে বিয়ে করে। বিয়ের পর ঢাকায় দু’জনে একসঙ্গে বসবাস শুরু করে। পরে শাহানাজের ভাই জানতে পারে আলমগীর তার আগের স্ত্রী ও সন্তানদের কথা গোপন রেখে শাহানাজকে বিয়ে করেছে। শাহানাজ জানার পর এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের কারণে শাহানাজ চট্টগ্রামে চলে যায়। পরে প্রতারণার অভিযোগে আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে হুমকি দেয় শাহানাজের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা অনুযায়ী ২০১১ সালের ২৭ অক্টোবর শাহানাজের সঙ্গে দেখা করে আলমগীর। ওই দিন সন্ধ্যা ৭টায় চর সাহেবপুর লঞ্চঘাটে পৌঁছানোর পর আসামি লিটন ট্রলারে করে মুলাদীর হাওরাভাঙ্গা চরে নিয়ে যায় শাহানাজকে। চরে নেমে মামলার আসামিকালাম ও রিপন শাহানাজকে চেপে ধরে। আলমগীর শাহানাজকে ব্যাপক মারধরের পর শাহানাজের মৃত্যু হয়। পরে শাহানাজকে নদীতে ফেলে দেয় আসামিরা। পুলিশ নদী থেকে শাহানাজের লাশ উদ্ধার করে এবং ছবি সংবলিত সংবাদ প্রকাশিত হওয়ায় সাক্ষীরা তাকে চিনতে পারে। এই ঘটনায় মুলাদী থানার এসআই উত্তম কুমার দাশ বাদী হয়ে ২৮ অক্টোবর মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২১ নভেম্বর ডিবির এসআই নুরুল ইসলাম ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। পরে বুধবার আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা