X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

রাজশাহী প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৮:০৪আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:১৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আনারুল হক প্রামাণিক (ছবি- প্রতিনিধি)

রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বোর্ডে এবারের পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ, যা গত বছর ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ। এবার ৪ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, এ সংখ্যা গত বছর ৫ হাজার ২৯৪ জন ছিল।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আনারুল হক প্রামাণিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আনারুল হক প্রামাণিক জানান, বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল একলাখ ৪১ হাজার ৫৮৬ জন। সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৯২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী পাস করেছে।

তিনি আরও জানান, বরাবরের মতো এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বরাবরের মতো এগিয়ে ছেলেরা। এবার মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৬৯ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬১ দশমিক ৪০ শতাংশ।

আনারুল হক প্রামাণিক জানান, আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী। এবার মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৩৮ জন। এর মধ্যে ২ হাজার ২৩৪ জন ছেলে এবং ১ হাজার ৯০৪ জন মেয়ে। ২০১২ সাল থেকেই পাসের হারে মেয়ে এবং জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৩৫ হাজার ৩৭ জন পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এই হার ২৫ দশমিক ১৫ শতাংশ। বোর্ডের ৬টি কলেজ থেকে এবার কোনও পরীক্ষার্থীই পাস করেনি। আর ১৯টি কলেজে পাস করেছে শতভাগ পরীক্ষার্থী। এবছর মোট ৭৫৬টি কলেজের পরীক্ষার্থী রাজশাহী বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ১৯৮টি। ২০১২ সালের পর এবারই সর্বোচ্চ ছিল মোট কলেজ এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে এ বছর ২৮ পরীক্ষার্থী বহিস্কৃত হয়।

আনারুল হক প্রামাণিক বলেন, ‘এবার ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করেছে। খাতা মূল্যায়নেও সর্বোচ্চ কড়াকড়ি ছিল। এ কারণে ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভালো ফলাফলের জন্য আমরা চেষ্টা করবো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন