X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৫৫, জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে

বরিশাল প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৮:৪৯আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:৪৯

বরিশাল ক্যাডেট কলেজ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ২৮ শতাংশ। এবার পাসের হার দশমিক ২৭ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এ ফলাফল ঘোষণা করেন। এসময় বোর্ডের সচিব বিমল চন্দ্র মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এবছর বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩৩৩টি কলেজ থেকে ৬২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী ১১৬টি সেন্টারে পরীক্ষায় অংশ নেয়। এবারে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন। গড় পাসের হার এবং জিপিএ-৫ এর বেলায় এবার ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

মেয়েদের পাসের হার শতকরা ৭৬ ভাগ ও ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৩৫।

তিনি আরও বলেন,‘গত বছরের তুলনায় যেখানে মেয়েদের পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ সেখানে ছেলেদের পাসের হার কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়ে ছিল ৮১৫টি এবার পেয়েছে ৬৭০টি।

গত বছরের মতো এ বছরও মেয়েরা ছেলেদের তুলনায় জিপিএ-৫ বেশি পেয়েছে। এবার ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৩০০টি আর মেয়েরা ৩৭০টি। এছাড়া বিষয় ভিত্তিতে পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা।

জেলা ভিত্তিক পাসের হারে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম এবং ৬১.২২ ভাগ পাশের হার নিয়ে পটুয়াখালি সর্বনিম্ম অবস্থানে রয়েছে। বরিশাল ক্যাডেট কলেজ সহ পাঁচ প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ। এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজের ৫১ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল বোর্ডে দুই প্রতিষ্ঠানের পাশের হার শূন্য। এ প্রতিষ্ঠান দুটো হচ্ছে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ ও পটুয়াখালীর পশুরবুনিয়া ইসলামিয়া মহিলা কলেজে। এ দুই কলেজ থেকে মোট ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও কেই পাশ করেনি বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা