X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মা-মেয়ের গলাকাটা ও বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:৫২

গাজীপুর গাজীপুরে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার কামাল হোসেনের বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এরমধ্যে মা-মেয়ের গলাকাটা এবং বাবার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

নিহতরা হলেন হায়দারাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে কামাল হোসেন (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তাদের মেয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কামাল ওরফে রিমি (১৯)।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেনের স্ত্রী মাহমুদা সাংবাদিকদের জানান, তিনি তার সন্তানকে স্কুলে দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় কামাল হোসেনের বাড়ির বাইরের লাইট জ্বালানো দেখতে পান। পরে তিনি কামাল হোসেনের ঘরের দিকে এগিয়ে যান এবং গ্রিল দেয়া বারান্দায় কামাল হোসেনের লাশ ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান।

খবর পেয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহত মা ও মেয়ের গলা এবং পেট কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ তিনটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা তার মেয়ে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টির সঙ্গে অন্য ঘটনা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি