X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ি আসনে আ. লীগ-বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ

জসিম মজুমদার, খাগড়াছড়ি
২০ জুলাই ২০১৮, ১৪:৫৫আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:৫৬

আওয়ামী লীগ, বিএনপি ও ইউপিডিএফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ ও বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে মাঠে নেমেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো। সম্প্রতি পাহাড়ি এলাকা উত্তপ্ত হওয়ার নেপথ্যে জাতীয় নির্বাচনের সমীকরণ রয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এবার আঞ্চলিক সংগঠনের সঙ্গে জাতীয় দুই বড় দলের হাডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্গে নির্বাচনি বছরেও অভ্যন্তরীণ কোন্দল থাকায় মাঠপর্যায়ে এখনও নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে না।  ঝিমিয়ে পড়া দলের সঙ্গে থাকা নেতাকর্মীদের চাঙা করতে নির্বাচনকে সামনে রেখে  অঙ্গসংগঠনের নতুন কমিটি ঘোষণার  পাশাপাশি সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বিএনপি।

অন্যদিকে, শূন্যস্থান পূরণে নানা নির্বাচনি কৌশল নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ প্রার্থী দিয়ে জয় পেলেও জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে আসছে ২০০১ সাল থেকে। জেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯টি উপজেলা নিয়ে খাগড়াছড়ি একটি সংসদীয় আসন (২৯৮ নম্বর)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৮ জন। দশম সংসদ নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ৫ শ’ ১৬ জন। এবার ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৬০ হাজার, যার অধিকাংশই তরুণ প্রজন্মের।

একাধিক প্রার্থী ও কোন্দলে জর্জরিত আওয়ামী লীগ

২০১৫ সালে পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে কোন্দলের সৃষ্টি হয় খাগড়াছড়ি আওয়ামী লীগে, যার ধারাবাহিকতা এখনও চলছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহেদুল আলমের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। আগামী সংসদ নির্বাচনে একাধিক প্রভাবশালী নেতা প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করায় নতুন করে কোন্দলের আশঙ্কা তৃণমূল নেতাকর্মীদের। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেতে শীর্ষপর্যায়ে অনেকে চেষ্টা ও তদবির করছেন। এদের মধ্যে বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান ও দলের সহসভাপতি কংজরী চৌধুরী এবং সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যতীন্দ্র লাল ত্রিপুরার নাম আলোচনায় রয়েছে।

প্রার্থিতার ব্যাপারে যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘২০০৮ সালে দলীয় প্রধান শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। আশানুরূপ ভোটে জয়ী হওয়ায় পরবর্তীতে তিনি আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার সুযোগও দিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। আশা করছি, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে আবারও মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেবেন।’

বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে কে প্রার্থী হবেন সেটি কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপার। নেত্রী যাকে নৌকা প্রতীক দেবেন, তার পক্ষে খাগড়াছড়ি আওয়ামী লীগ কাজ করবে।’

জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন,‘জাতীয় নির্বাচনে দল থেকে মনোনয়ন ও নির্বাচন করা সৌভাগ্যের বিষয়। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ কররবা।’

মামলার রায় বাধা হতে পারে বিএনপির

২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খাগড়াছড়িতে সংসদ সদস্য ছিলেন ওয়াদুদ ভূইয়া। আগামী সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা আছে। এক-এগারো সরকারের দায়ের করা দুর্নীতি মামলার আপিলের রায়ের ওপর নির্ভর করছে আগামী নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন কিনা। এজন্য তার বিকল্প হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সমীরণ দেওয়ান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরার নাম শোনা যাচ্ছে। তবে নির্বাচনের চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকে মুখ্য দাবি করে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে এবং কেন্দ্র যদি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা নির্বাচনে যাবো। প্রার্থী কে হচ্ছেন সেটি সময়ই বলে দেবে।’

 জাতীয় পার্টিতে অতিথি পাখি

২০১৪ সালের নির্বাচনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যদি আওয়ামী লীগ জোটগতভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টির পক্ষে ‘অতিথি পাখি’ প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক সোলাইমান আলম শেঠ খাগড়াছড়ি আসনে এবারও প্রার্থী হতে পারেন। তার বাড়ি চট্টগ্রামে। তিনি গতবারও খাগড়াছড়ি আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। খাগড়াছড়ির জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, ‘এরশাদ ক্ষমতায় থাকাকালীন পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন করেছেন। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হবেন।’ 

 ইউপিডিএফ’র একক প্রার্থী চূড়ান্ত

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে বিপুল জনসমর্থন রয়েছে ইউপিডিএফের। প্রতিবারের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দলীয় প্রধান প্রসীত বিকাশ খীসার নাম চূড়ান্ত হয়ে আছে বলে সংগঠনটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরামের সভাপতি অংগ্য মারা বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে ইউপিডিএফের প্রার্থী জয়ী হবেন। ইউপিডিএফকে নির্বাচনি মাঠে নিষ্ক্রিয় করতে সরকার পাহাড়ে নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করে খুনোখুনি শুরু করেছে।’

জাতীয় ও আঞ্চলিক দলের আরও প্রার্থী

আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) মনোনীত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এছাড়া, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) ও নাগরিক কমিটির ব্যানারে আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।




/ওআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা