X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রচারণায় বিএনপির পাশে নেই জামায়াত

আনিসুর রহমান স্বপন, বরিশাল
২০ জুলাই ২০১৮, ১৮:৩৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ২১:১৮

বিএনপি ও জামায়াতে ইসলামী (ফাইল ছবি)

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রচারণায় বিএনপির পাশে নেই ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। এ সিটিতে জামায়াতকে ছাড়াই বিএনপি ও এ দলের মেয়র পদপ্রার্থী নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে জামায়াতের স্থানীয় নেতারা বলছেন, প্রচারণায় ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর পাশে থাকার নির্দেশনা আছে তাদের। তবে হামলা-মামলার ভয়ে তারা সে নির্দেশনা মেনে প্রচারণা চালাতে পারছেন না।

২০১৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেয় জামায়াত। ওই সময় একটি ওয়ার্ডে নিজেদের সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থীও ছিল জামায়াতের। বিএনপির সঙ্গে দর কষাকষি করে এবার চারটি ওয়ার্ডে জামায়াত নিজেদের কাউন্সিলর প্রার্থী দিয়েছে। এ চার কাউন্সিলর প্রার্থীসহ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের পক্ষে প্রচারণায় মাঠে থাকার কথা জামায়াতের। কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে এপর্যন্ত তাদের প্রচারণার মাঠে দেখা যায়নি।

এ ব্যাপারে বরিশাল জামায়াতের আমির মুয়াযজ্জেম হোসেন হেলাল বলেন, ‘আমরা প্রচারণা চালাতে পারছি না। কিন্তু কেন পারছি না –এ প্রশ্ন নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করেন।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা নানা হামলা ও মামলায় সাংগঠনিক কোনও কাজই করতে পারছি না। এমনকি, আমরা পাঁচ জন একসঙ্গে কোনও দাওয়াতেও যেতে পারি না।’

মুয়াযজ্জেম হোসেন হেলাল বলেন, ‘দলীয় কর্মী-সমর্থকদের ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা আছে। কিন্তু প্রচারে নামার আগেই আমাদের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’

এ ব্যাপারে জামায়াতের মহানগর সেক্রেটারি আমিনুল ইসলাম খসরু বলেন, ২০০৮ সালের তুলনায় আমাদের সাংগঠনিক বিস্তার অন্তত ১০ গুণ বেড়েছে। কিন্তু আমরা তা প্রদর্শন করতে পারছি না। তবে আগামী দিনগুলোতে জামায়াত কর্মীরা দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবে।’

২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, ‘আমরা তাদের (জামায়াত) সঙ্গে বসেছি, যোগাযোগ রাখছি। আশা করছি, তারা অচিরেই আমাদের সঙ্গে প্রকাশ্যে প্রচারণায় যোগ দেবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা