X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না যুক্তফ্রন্ট: বি. চৌধুরী

সাভার প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ২৩:০০আপডেট : ২০ জুলাই ২০১৮, ২৩:০৫

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (ছবি- সংগৃহীত)

বর্তমান নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের কেনা গোলাম বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন কিছুতেই সুষ্ঠু হতে পারে না। তাই এ সরকারের অধীনে নির্বাচন হলে তাতে যুক্তফ্রন্ট অংশ নেবে না।’

শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাভার আঞ্চলিক কমিটির উদ্যোগে হেমায়েতপুর এলাকার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে একদলীয় শাসন চলছে; ১৪ দলের শাসন নয়। দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করবে তখন এ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হলে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনতার ঐক্য বড় শক্তি। জনগণ এদেশের ক্ষমতার মালিক, এ সরকার নয়। আমরা আর স্বেচ্ছাচারি সরকার দেখতে চাই না।’ এসময় আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। আর এর জন্য যখন যাকে ইচ্ছে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। এ ছাড়া, সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাকেও হয়রানি করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন– জে এসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’