X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাসিকে কৌশলে প্রচারণা চালাচ্ছে জামায়াত

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১৫:৩০আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৫:৩০

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ভিন্ন কৌশলে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছে জামায়াত। বিশেষ করে নগরীর সীমান্তবর্তী মহল্লাগুলোতে তারা বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। তবে মাঠে তাদের উপস্থিতি দৃশ্যমান নয়। বলা যায়, অনেকটা নীরবেই তারা বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে, বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, দৃশ্যমান না হলেও জামায়াত তাদের সঙ্গে আছে, তাদের পক্ষে কাজ করছে।

বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলছেন,জামায়াত মাঠে ঠিকই আমাদের পক্ষে কাজ করছে। জামায়াতের নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে গণসংযোগ করছেন।’

 বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র প্রার্থীর হয়ে কাজ করার জন্য তারা কোনও ওয়ার্ডেই একক কোনও কাউন্সিলর প্রার্থী দেননি। বিএনপির ও জামায়াতের নেতাকর্মীরা যে যেখানে আছেন সেখানেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াত উভয়েরই প্রার্থী আছে এমন ওয়ার্ডের সংখ্যা ১০টি। আর ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী আব্দুস সালাম গত মেয়াদে কাউন্সিলর ছিলেন। এইবারও তিনি ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে বিএনপির পক্ষ থেকে ওই ওয়ার্ডে কোনও কাউন্সিলর প্রার্থী দেওয়া হয়নি। ২০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতের প্রার্থী ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির নগর কমিটির এক নেতার বলেন,‘যেসব ওয়ার্ডে জামায়াত ও আমাদের দলের কাউন্সিলর প্রার্থী আছে সেখানে নির্দেশ দেওয়া আছে যে প্রার্থীর অবস্থান ভালো মনে হবে তার পক্ষেই সবাই কাজ করবে আমাদের মূল টার্গেট মেয়র পদ।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নির্বাচনকে ঘিরে জামায়াত তফসিল ঘোষণার শুরু থেকেই সংঘবদ্ধ। তারা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনার ছক আঁকছে। বিশেষ করে তাদের শক্তি প্রমাণ করতে এই নির্বাচনকে বেছে নিয়েছে। এজন্য সিটি করপোরেশনের মধ্যের দুইটি থানাকে তারা বেছে নিয়েছে। এমনিতেই জামায়াত নগরীর মতিহার ও শাহ মখদুম থানা এলাকায় সংঘবদ্ধ। প্রশাসনের তৎপরতার কারণে দীর্ঘদিন তারা মুভ করতে পারেনি। ফলে জামায়াত-শিবির অনেকটাই ভঙ্গুর হয়ে গিয়েছিল। তারা এখন প্রচারণার আড়ালে  আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ভোট প্রার্থনার আড়ালে প্রার্থীদের অবস্থা অনুযায়ী ভোটারদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর মতিহার ও শাহ মখদুম এলাকার প্রতিটি মহল্লায় পাঁচ থেকে দশ জন দরিদ্র ভোটার খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এই সুযোগ দেওয়ার মাধ্যমে ওই পরিবারগুলোকে তাদের সান্নিধ্যে নিয়ে আসা হচ্ছে। যার মাধ্যমে শুধু নির্বাচনে ভোট ব্যাংকই বাড়ানো হচ্ছে না, তাদের পুরনো শক্তিকে পুনরুদ্ধার করার চেষ্টাও চলছে। একটি সূত্র জানিয়েছে, এজন্য কোটি কোটি টাকা খরচ করছে জামায়াত।

রাজশাহী নগরীর বুধপাড়া, মেহেরচন্ডী, বিনোদপুর, ডাঁশমারী, মির্জাপুর, নওদাপাড়া, খড়খড়ি, ভুগরইল, ছোট বনগ্রাম প্রভৃতি এলাকায় বেকার তরুণ যুবকদের মোটা অঙ্কের টাকা দিয়ে দোকান করে দেওয়া হচ্ছে। যেখান থেকে তারা প্রচার-প্রচারণা চালাতে পারে। এছাড়া ভোটারদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অসুস্থ ভোটারদের চিকিৎসার খরচ দেওয়া, বাড়িঘর করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। তবে এ বিষয়ে নগর জামায়াতের আমীরের ( শুক্রবার রাতে গ্রেফতার হওয়ার আগে) বক্তব্য নেওয়ার জন্য ফোনে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমরা ২০ দলীয় প্রার্থীর সঙ্গে আছি। তবে মাঠে নামিনি। তাদের (বিএনপি) ঘর গোছানো হলে আমাদের ডাকবে।’

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন,‘২০ দলীয় জোট তাদের পক্ষেই আছে। তবে ২০ দলীয় জোট তাদের পক্ষে কাজ না করলেও বিএনপি একাই যথেষ্ট। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির সঙ্গে আর কাউকে দরকার নেই।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জামায়াত এই ভূখণ্ডে মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। তাদের আর অস্তিত্ব নেই। এই দেশের জনগণ তাদের আর বরদাশত করে না। তারপরও ছোবল মারার জন্য মুখিয়ে আছে জামায়াত। বিএনপি তাদের সেই সুযোগ দিচ্ছে। বিএনপির নিজস্ব শক্তি না থাকার কারণে তারা জামায়াতের ওপর ভর করবেই। তবে এই টার্মে এসব করে আর কিছুই হবে না। জনগণ এখন অনেক বেশি সচেতন। ফলে অপপ্রচার, কালো টাকার খরচ যেটাই করা হোক না কেন, জনগণ তা প্রতিহত করবে। নৌকা প্রতীকের গণজোয়ার বইছে। জনগণ শুধু প্রতীক্ষার প্রহর গুণছে।’

 

 

/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে