X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গণ-গ্রেফতার বন্ধ না হলে রাজশাহী অচলের হুমকি বুলবুলের

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ২১:১১আপডেট : ২১ জুলাই ২০১৮, ২১:২৬

গণসংযোগে মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গণ-গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘আমার নেতাকর্মীদের গণ-গ্রেফতার করা হচ্ছে; ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব বন্ধ না হলে রাজশাহীকে অচল করে দেওয়া হবে। আর এর দায়ভার নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকেই নিতে হবে।’ এসময় সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরির দিকে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২১ জুলাই) সকালে নগরীর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় মোসাদ্দেক হোসেন বুলবুল এসব কথা বলেন।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে যেভাবে নিজ দলের মনোনীত প্রার্থীকে জয়ী করিয়েছে বর্তমান সরকার, একই কায়দা এবার তারা রাজশাহী সিটি নির্বাচনেও অবলম্বন করছে। কিন্তু রাজশাহীতে কোনোভাবেই জোর করে কাউকে ভোট দিতে দেওয়া হবে না। জীবন দিয়েও হলেও তা প্রতিহত করা হবে।’

তিনি অভিযোগের সুরে আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে বার বার অভিযোগ করেও কোনও লাভ হচ্ছে না। সরকার দলীয় প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনি আচরণবিধি অমান্য করছে। কোটি কোটি টাকা খরচ করছে। আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রচারণায় বাধা দিচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘সরকার দলীয় প্রার্থী রাজশাহীতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসেছে। সে সিটির জনগণের সমর্থন না পেয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে।’

গণসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন – বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা