X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিলেট সিটি নির্বাচনে নিরাপত্তা ছক প্রস্তুত

তুহিনুল হক তুহিন, সিলেট
২২ জুলাই ২০১৮, ০৪:৪৫আপডেট : ২২ জুলাই ২০১৮, ০৪:৪৯

সিলেট সিটি নির্বাচন সময় যত গড়াচ্ছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ততই বাড়ছে শঙ্কা ও উত্তাপ। কেননা, এবারই প্রথম সিলেটে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য নির্বাচন কমিশনের পরামর্শে ইতোমধ্যেই নিরাপত্তা ছক চূড়ান্ত করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা আগামী ২৮ জুলাই রাত ১২টায় শেষ হবে। আর ৩০ জুলাই ভোটাররা তাদের ভোটাধিকারের মাধ্যমে  পাঁচ বছরের জন্য নির্বাচিত করবেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদেরকে। সিলেট সিটি নির্বাচনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া, প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা আচরণ বিধি লঙ্ঘন করছেন কিনা, তা দেখভাল করার জন্য সিলেট মহানগরীতে থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। ভোটের আগের দিন থেকে শুরু করে নির্বাচনের পরের দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ২২ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এই হিসাব অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকার ১৩৪টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ২৯৪৮ জন  সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরের প্রাপ্ত তথ্য ও পরামর্শের ভিত্তিতে ঢেলে সাজানো হয়েছে ভোট কেন্দ্রসহ মহানগরী এলাকার নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করেছে সিলেট আঞ্চলিক নির্বাচনি অফিস। এবারের নির্বাচনে সিলেট সিটি করপোরেশন এলাকায় কত জন পুলিশের প্রয়োজন রয়েছে সে হিসাবও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হয়েছে। মেট্রোপলিটন্ এলাকায় নির্বাচনের দায়িত্ব পালন করবে ১৪ প্লাটুন বিজিবি। এরমধ্যে দুটি সাধারণ ওয়ার্ড মিলে এক প্লাটুন বিজিবি নিরাপত্তার বিষয়টি দেখবে। প্রতিটি ভোট কেন্দ্রে একটি করে মোবাইল ফোর্স, তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত একেকটি সংরক্ষিত ওয়ার্ডে থাকবে একটি করে স্ট্রাইকিং ফোর্স, প্রতিটি ওয়ার্ডে র‌্যাবের একটি টিম থাকবে।

এছাড়া, প্রতিটি ভোট কেন্দ্রে সাত জন পুলিশ অস্ত্রসহ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এদের মধ্যে একজন এসআই, একজন এএসআই, ও পাঁচ জন পুলিশ কনস্টেবল। এছাড়া, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য দলের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে থাকবে লাঠিসহ ১২ জন  আনসার সদস্য, এরমধ্যে মহিলা পাঁচ জন ও পুরুষ সাত জন। আরও থাকবে আগ্নেয়াস্ত্রসহ একজন পিসি, আরেকজন এপিসি ও একজন ব্যাটেলিয়ন আনসার। ঝূঁকিপূর্ণ কেন্দ্রে প্রয়োজনে আগ্নেয়াস্ত্রসহ আনসারের সংখ্যা আরও বাড়ানো হবে। 

ইতোমধ্যে নিরাপত্তা ছক করা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা।তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিলেট মহানগরীতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে ১৪ প্লাটুন বিজিবি। এছাড়া, থাকবে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনী। কোনও প্রার্থী কিংবা তার সমর্থকরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সেজন্য মাঠে থাকবে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।’

২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশন। সূত্র জানায়,হালনাগাদ ভোটার তালিকায় এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩০ হাজার ৬৮৬ জন ভোটার বেড়েছে। বর্তমানে  মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার একলাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার একলাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটার বাড়ায় এবারের সিটি নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে সাতটি। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত তৃতীয় সিটি নির্বাচনে মোট ভোটার ছিল দুই লাখ ৯১ হাজার ৪৬ জন। তখন পুরুষ ভোটার ছিল একলাখ ৫২ হাজার ১৮১ এবং নারী  ভোটার ছিল একলাখ ৩৮ হাজার ৮৬৫ জন। ২০০৮ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিল দুই লাখ ৫৬ হাজার ৪০৮ জন। ২০১৩ সালের সিটি নির্বাচনে সিলেট মহানগরী এলাকায় ভোটার কম থাকায় ভোটকেন্দ্র ছিল ১২৭টি। এবার ভোটকেন্দ্র থাকবে ১৩৪টি। গত নির্বাচনে ভোটকক্ষ ৮৯৬টি থাকলেও এবার তা বাড়িয়ে করা হয়েছে ৯২৭টি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!