X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাকৃবি’র প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আগুন: বিকল্প ব্যবস্থায় আয়োজন

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ০৮:০৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ০৮:০৮

বাকৃবির মঞ্চে আগুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য বানানো মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন করা হয়েছে। আর অনুষ্ঠান আয়োজনে নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা।

শনিবার রাতে বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মঞ্চ আগুনে পুড়ে যায়। রবিবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্টপতি মো. আব্দুল হামিদ উপস্থিত থাকার কথা ছিল। শনিবার রাত পৌনে ১২টায় এই আগুনের সূত্রপাত। প্রায় ১ ঘন্টার চেষ্টায় পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শহিদুর রহমান। মূল কারণ খুঁজতে গঠন করা হয়েছে কমিটি। পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুইয়াকে প্রধান করে ৩ সদস্যের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইরোজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে এবং জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আর প্রতিষ্ঠা বাষিকীর প্যান্ডেল পুড়ে যাওয়ায় ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন উপলক্ষে ক্যাম্পাসের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে বিশাল সামিয়ানা টানিয়ে তৈরি করা হয়েছিল প্যান্ডেল। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ রবিবার বেলা ২ টায় এই প্যান্ডেলের মঞ্চে প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল। কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তির উদ্বোধন এবং হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপনের কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু শনিবার রাত পৌনে ১২টায় হঠাৎ অগ্নিকাণ্ডে পুরো প্যান্ডেল পুড়ে ছাই হয়ে যায়। অভিযোগ ওঠে নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে গাফিলতির কারণেই এই অগ্নিকাণ্ড।

ঘটনার পরপরই রাতে উপাচার্যের বাসায় জরুরি সভায় বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সভাশেষে সাংবাদিকদের আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক জানান, বিকল্প জায়গায় এই আয়োজন করা হচ্ছে। আর তাতে রাষ্ট্রপতিও যোগ দেবেন। তবে কেন ও কীভাবে প্যান্ডেলে আগুন ধরেছে তদন্তের পরই তা বলা যাবে।

নাশকতার গুঞ্জন উঠলেও এই দাবি উড়িয়ে দিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ড।আর গাফিলতির অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপচার্য জানান নিরাপত্তা বাহিনী পুরো প্যান্ডেল বুঝে নেওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় থাকা বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আগুন

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ