X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ইভিএম প্রশিক্ষণে বাধা দেওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৩:১৯আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৩:১৯

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের লক্ষ্যে আয়োজিত ইভিএম প্রশিক্ষণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাকির হোসনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রার্থী জাকির হোসনকে ব্যাখ্যা দিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২১ জুলাই) দুপুরে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৩০ জুলাই অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২, ২০, ২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে ভোটারদের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নির্বাচন কর্মকর্তারা ১২ নম্বর ওয়ার্ডের নূরিয়া কিন্ডার গার্টেন, কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জুলাই বিকালে ভোটারদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যান। বিকাল সাড়ে ৫ টার দিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন ও তার কর্মী-সমর্থকরা প্রশিক্ষণ কাজে বিভিন্ন রকমের বাধা, হুমকি, ভয়ভীতি, অবৈধ প্রভাব বিস্তার, অন্য প্রার্থীদের বিরুদ্ধ অসদাচরণসহ যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে নষ্ট করার চেষ্টা চালান। পাশাপাশি ওই প্রার্থী নিজে সহকারী রিটার্নিং অফিসার ও অন্যান্য রিটার্নিং অফিসারের সঙ্গে খারাপ আচরণ করেন।

এ ব্যাপারে সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান বলেন, ‘প্রার্থী ও প্রার্থী সমর্থকদের এমন আচরণ সরকার ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় কাজের বিরোধী এবং প্রচলিত আইন ও বিধি-বিধান পরিপন্থী। এ লক্ষ্যে প্রার্থীকে শাস্তির আওয়তায় আনাসহ প্রার্থীতা বাতিলের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা জানতে পত্র পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাবসহ বরিশালের রিটার্নিং অফিসারের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।’

অভিযুক্ত জাকির হোসেন ইভিএম প্রশিক্ষণ পণ্ড করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুধু আমার সমর্থক ভোটারদের অজান্তে এ প্রশিক্ষণের আয়োজনের বিষয়ে প্রশ্ন তুলেছিলাম।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন