X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ব্যাংক কর্মকর্তাকে মারধর, ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৮:৪৩আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:৫৯

গাজীপুর গাজীপুর মহানগরের টঙ্গী সাতাইশ এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত করায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল। গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা উল্টোপথে রিকশাযোগে যেতে চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কেউ কাউকে ছাড় দেয়নি। ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কনস্টেবলকে ব্যাংক কর্মকর্তার স্বজনেরা ছুটে এসে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেছেন। প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের অসদাচরণের অভিযোগে তাৎক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ট্রাফিক পুলিশের মারধরে আহত ব্যক্তি আমির হোসেন (৪৫) সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তা। তিনি টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা।

আমির হোসেন জানান, রবিবার সকাল নয়টার দিকে রিকশাযোগে ব্যাংকের উদ্দেশে রওনা হন। সাতাইশ রোডের মাথায় পৌঁছালে সেখানে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল দত্ত রিকশা থামান। তারা উল্টোপথে রিকশা আর যেতে দেওয়া হবে না বলে জানান। তিনি রিকশাটি যেতে দেওয়ার অনুরোধ করেন। তখন পুলিশ সদস্যরা তাকে গালিগালাজ করতে থাকেন। বাগবিতণ্ডার একপর্যায়ে সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল তাকে বেদম মারধর করেন। পরে পাশের লোকজন ছুটে এসে ঘটনার প্রতিবাদ ও দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং ব্যাংক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে যান।’

ব্যাংক কর্মকর্তা আমির হোসেন জানান, আচমকা দুই পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার জামাকাপড় ছিঁড়ে গেছে। হাতে রক্তাক্ত জখম হয়েছে।

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা