X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাউটার বিস্ফোরিত হয়ে সিএমপি কার্যালয়ে আগুন!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০১৮, ১৮:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:১৫

সিএমপি কার্যালয়ে আগুন নিয়ে সংবাদ সম্মেলন ওয়াই-ফাই রাউটার বিস্ফোরিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের ডিবি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপনের পর সোমবার (২৩ জুলাই) দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। তবে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উপকমিশনার আমেনা বেগম বলেন, ‘গোয়েন্দা পুলিশ তিন তলা যে ভবনটিতে বসে, ওই ভবনের দ্বিতীয় তলার চার নম্বর কক্ষে ওয়াই-ফাই সার্ভার ছিল। ওই কক্ষের বাইরের অংশে কাঠের দরজার সঙ্গে একটা ওয়াই-ফাই রাউটার ছিল। ওই রাউটার বক্স বিস্ফোরিত হয়ে বিদ্যুতের তারে গিয়ে পড়লে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

ওই ভবনের দ্বিতীয় তলায় নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার বন্দর, অতিরিক্ত উপকমিশনার উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর, সহকারী কমিশনার অফিসসহ অস্ত্রাগার ও হাজতখানা রয়েছে। অগ্নিকাণ্ডে এ সব কক্ষের কোনও ক্ষতি হয়নি বলেও আমেনা বেগম জানান। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই কক্ষে থাকা জিনিসপত্রের বাইরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

কোনও ধরনের নাশকতা চালানো হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কোনও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে আমাদের অনেক সদস্য আহত হতেন। আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো।’ সিএমপি কার্যালয়ে আগুন

প্রেস ব্রিফিং-এ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নি নির্বাপনের পর আমরা কীভাবে আগুনের সূত্রপাত ঘটে সেটি তদন্ত করে দেখেছি। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ওই কক্ষে থাকা ওয়াই-ফাই সার্ভারের একটি বক্স বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। অতিরিক্ত চাপ পড়ায় রাউটার বক্সটি বিস্ফোরিত হয়। যে কারণে বিকট শব্দের সৃষ্টি হয়েছে। ওই কক্ষে পুলিশ সদস্যদের কিছু পোশাক ছিল, প্লাস্টিকের কিছু জিনিস ছিল। সেগুলো পুড়ে বিষাক্ত গন্ধের সৃষ্টি হয়েছে।’

এর আগে সোমবার বেলা পৌনে ১১টার দিকে সিএমপি কার্যালয়ের ওই ভবনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নি নির্বাপনের পর সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। উপকমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমকে প্রধান করে এই কমিটিতে উপকমিশনার (এসবি) মোখলেসুর রহমান, উপকমিশনার (ডিবি নর্থ) হাসান মোহাম্মদ শওকত আলী ও ফায়ার সার্ভিস থেকে একজনকে সদস্য করা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়