X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কয়লা দুর্নীতি: যে অভিযোগ আনা হয়েছে ১৯ কর্মকর্তার বিরুদ্ধে

দিনাজপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ২০:১৩আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:২৪

কয়লা দুর্নীতি দিনাজপুকুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এই কর্মকর্তারা অনেক আগে থেকেই কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে কয়লা চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগে করা হয়েছে মামলায়।

মঙ্গলবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে পার্বতীপুর মডেল থানায় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ‘২০০৫ সালের আগে বড়পুকুরিয়া কয়লা খনির উন্নয়নকালীন রোডওয়ে ডেভেলপমেন্টের সময় অল্প পরিমাণ কয়লা উৎপাদিত হতো। ওই সময় উৎপাদিত কয়লা থেকে কিছু কয়লা বিক্রি হতো। এরপরও আরও কিছু কয়লা মজুদ ছিল। পরবর্তী সময় ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু হলে আগের মজুদকৃত কয়লার সঙ্গে উৎপাদিত কয়লার পরিমাণ যোগ করে কয়লা মজুদ হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়।’ বড়পুকুরিয়া কয়লা খনির ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলার এজাহার

বাদী জানান, ‘২০০১ সালে খনি উন্নয়নের সময় থেকে ১৯ জুলাই ২০১৮ পর্যন্ত মোট ১০১ লাখ ৬৬ হাজার ৪২.৩৩ মেট্রিক টন কয়লা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত কয়লা থেকে পার্শ্ববর্তী তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৬৬ লাখ ৮৭ হাজার ২৯.২৯ মেট্রিক টন কয়লা সরবরাহ করা হয়েছে। বেসরকারি ক্রেতাদের কাছে ডিও’র মাধ্যমে ৩৩ লাল ১৯হাজার ২৮০.৩৭ মেট্রিক টন কয়লা বিক্রি করা হয়েছে। কয়লা খনির বয়লারে ১২ হাজার ৮৮.২৭ মেট্রিক টন কয়লা ব্যবহার করা হয়েছে।’

তিনি এজাহারে বলেছেন, ‘কয়লার উৎপাদন, বিক্রি ও ব্যবহার হিসাব করলে ১৯ জুলাই ২০১৮ তারিখে কোল ইয়ার্ডে রেকর্ডভিত্তিক কয়লার মজুদ দাড়ায় ১ লাখ ৪৭ হাজার ৬৪৪.৪০ মেট্রিক টন কয়লা। কিন্তু বাস্তবে মজুদ ছিল প্রায় ৩ হাজার মেট্রিক টন কয়লা। অর্থাৎ ১ লাখ ৪৪হাজার ৬৪৪.৪০ মেট্রিক টন কয়লার ঘাটতি রয়েছে। এই কয়লার আনুমানিক মূল্য প্রায় ২৩০ কোটি টাকা। কয়লার ঘাটতি/চুরির এ বিষয়টি কর্তৃপক্ষ জানার পর জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে ১নং বিবাদী জনাব আবু তাহের মো. নুর-উজ-জামান চৌধুরী, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন); ২নং বিবাদী জনাব একেএম খালেদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (স্টোর ডিপার্টমেন্ট); ৩নং বিবাদী বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহাম্মদ এবং ৪নং বিবাদী জনাব মো. আবুল কাশেম প্রধানীয়া, কোম্পানি সচিব/মহাব্যবস্থাপক (প্রশাসন) এর বিরুদ্ধে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বর্ণিত (১৯ জন) কর্মকর্তারা অনেক আগে থেকেই তৎকালীন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে কয়লা চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অনুমান করা হচ্ছে।’

কোম্পানির কোল ইয়ার্ডে রেকর্ডভিত্তিক কয়লার মজুতের সঙ্গে বাস্তবে মজুতকৃত কয়লার হিসাবের গড়মিলের বিষয়টি দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) এবং ৪০৯ ধারা অনুযায়ী এজাহারভুক্ত করে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেল অনুরোধ করা হয়েছে মামলায়। বড়পুকুরিয়া কয়লা খনির ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলার এজাহার

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিডেটের প্যাডে লেখা এই এজাহারে ১৯ জন বিবাদী হলেন- বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুর-উজ-জামান চৌধুরী (স্থায়ী ঠিকানার জেলা-দিনাজপুর), উপ-মহাব্যবস্থাপক (স্টোর) জনাব একেএম খালেদুল ইসলাম (জেলা-নীলফামারী), সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ (জেলা-ঢাকা), সদ্য বিদায়ী কোম্পানী সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানীয়া (জেলা-চাঁদপুর), ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মোশাররফ হোসেন সরকার (জেলা-দিনাজপুর), ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) মাসুদুর রহমান হাওলাদার (জেলা-মাদারীপুর), ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার (জেলা-খুলনা), ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান (জেলা-ঝালকাঠী), ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম (জেলা-চাঁদপুর), উপ-ব্যবস্থাপক (সেইফটি ম্যানেজমেন্ট) একরামুল হক (জেলা-রাজশাহী), উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মুহাম্মদ খলিলুর রহমান (জেলা-ময়মনসিংহ), উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) মোর্শেদুজ্জামান (জেলা-নওগাঁ), উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান (জেলা-গাজীপুর), উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান (জেলা-দিনাজপুর), সহকারী ব্যবস্থাপক (ভেল্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্রনাথ বর্মন (জেলা-গাইবান্ধা), ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান (জেলা-দিনাজপুর), উপ-মহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) জোবায়ের আলী (জেলা-কুড়িগ্রাম), প্রাক্তন মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটওয়ারী (জেলা-চাঁদপুর) এবং মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা (জেলা-টাঙ্গাইল)।

উল্লেখ্য, প্রতি বছর একবার শিফট পরিবর্তন করে কয়লাখনি কর্তৃপক্ষ। কিন্তু শিফট পরিবর্তনের আগে বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রাখা হয়। এবারও পিডিবিকে এক লাখ টনের বেশি মজুদ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানায়। গত ২০ জুনও কয়লা খনি কর্তৃপক্ষ জানায়, কোল ইয়ার্ডে ১ লাখ ৮০ হাজার টন কয়লা রয়েছে। কিন্তু গত ১৬ জুলাই কর্তৃপক্ষ ফের জানায়, কয়লার মজুত শেষের দিকে। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি পিডিবিকে জানালে তারা এটি পেট্রোবাংলাকে অবহিত করে। এরপরই বের হয়ে আসে কয়লার ঘাপলার বিষয়টি। কয়লা অভাবে রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিট থেকে বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র।

আরও পড়ুন-

ড্রেন দিয়েও পাচার হয় বড়পুকুরিয়ার কয়লা

কয়লা দুর্নীতির ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

যেভাবে ধরা পড়লো কয়লা খনির দুর্নীতি

কয়লা গেলো কোথায়?

কয়লা গায়েবের সত্যতা পেয়েছে দুদক

বড়পুকুরিয়ার কয়লা সংকট নিয়ে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বড়পুকুরিয়ায় কয়লা সংকট এক মাসের মধ্যে সমাধান’

কয়লার অভাবে বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা