X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএসএফ’র গুলিতে দৃষ্টি হারানো রাসেলকে ভারতে পাঠালো ভারতীয় হাইকমিশন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ২৩:০৬আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:২১

বিএসএফ এর গুলিতে চোখের দৃষ্টি হারানো স্কুলছাত্র রাসেল মিয়া

চোখের দৃষ্টি ফেরানোর আশায় চিকিৎসা নিতে ভারতে গেলো স্কুলছাত্র রাসেল মিয়া (১৪)। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে তিন মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া গুলির আঘাতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে সে। শনিবার (২৮ জুলাই)  বিকাল সোয়া ৩টায় জ্যাঠাতো ভাই রেজাউল ইসলামের সঙ্গে বিমানে করে ভারতে যায় সে।

রাসেলের বড় ভাই রুবেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রাসেল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াখালিটারী গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

রাসেলের বড় ভাই রুবেল মিয়া জানান, ভারতে রাসেলের চিকিৎসার ব্যয়ভার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রাজেশ ইউকে বহন করবেন বলে জানিয়েছেন। দিল্লির এইমস হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে। রাসেলের ভারতে যাওয়ার জন্য বিমানের টিকিটও তারাই সরবরাহ করেছেন। রুবেল মিয়া আরও জানান, ভারতে চিকিৎসার যাবতীয় খরচ ভারত সরকারের পক্ষ থেকে বহন করা হবে বলে আশ্বস্ত করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি রাশেজ ইউকে।

গত ৩০ এপ্রিল বিকালে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় রাসেল মিয়া। চোখে স্প্লিন্টারের আঘাতে ঘটনার দিনই রাসেলকে রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকলেও দৃষ্টি শক্তি ফিরে পায়নি রাসেল মিয়া। উপরন্তু ডান চোখে স্প্লিন্টার বিদ্ধ অবস্থায় বাড়িতে ফিরতে হয় তাকে। বিএসএফের ছোঁড়া গুলির আঘাতে রাসেল মিয়ার দৃষ্টি শক্তি হারানোর খবর বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আইন ও শালিস কেন্দ্র (আসক) বিষয়টি আমলে নিয়ে ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন গিয়ে আহত রাসেলের উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন স্কুল ছাত্র রাসেলের উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে তাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করলো।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…